২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

রাশিয়ায় পরীক্ষা কেন্দ্রে রকেট বিস্ফোরণ : নিহত ৫

- ফাইল ছবি

রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রে রকেট বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। বিবিসি জানিয়েছে, আর্চেঞ্জেলস্কের নিওনক্সা অঞ্চলে রুশ নৌবাহিনীর ওই পরীক্ষাগারে একটি লিকুইড প্রপেলান্ট রকেট ইঞ্জিন পরীক্ষার সময় এ বিস্ফোরণ ঘটে।

সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ রাশিয়ার নৌবাহিনীর সব ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালানো হয় নিওনক্সা কেন্দ্রে। রাশিয়ার সংবাদমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার ওই পরীক্ষাকেন্দ্রে তরল রকেট ইঞ্জিনের চালিকাশক্তি হিসেবে ‘আইসোটপ শক্তি উৎস’ নিয়ে পরীক্ষা চালাচ্ছিল প্রতিষ্ঠানের প্রকৌশলী ও কারিগরি দল।

এ পরীক্ষার সময়ই দুর্ঘটনাটি ঘটে। এতে আটজন হতাহত হয়। বিস্ফোরণে আহত তিনজন গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে তারা জানিয়েছিল,বিস্ফোরণে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। তবে পরে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।


আরো সংবাদ



premium cement