২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

স্পেনের নির্বাচনে ক্ষমতাসীনদের জয়

- ছবি : সংগৃহীত

স্পেনের নির্বাচনে জয়লাভ করেছে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল। তবে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দল ২৯ শতাংশ ভোট পেয়েছে। সরকার গঠন করতে হলে তাদেরকে বামপন্থী পডেমো, আঞ্চলিক দল, অথবা মধ্য ডানপন্থী দলগুলোর সাথে জোট বাঁধতে হবে।

তেমনটি হলে ১৯৭০ দশকের সামরিক শাসন শেষ হওয়ার পর প্রথমবারের মতো কোন কট্টর ডানপন্থী দল পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছে।

এবারের নির্বাচনের প্রধান দুটি ফ্যাক্টর হলো ডানপন্থী ভক্স দলের সমর্থন বৃদ্ধি ও পপুলার পার্টির আসন হ্রাস। পপুলার পার্টির (পিপি) আসন সংখ্যা ১৩৭ থেকে ৬৬টিতে নেমে এসেছে। ২০১৮ সালের মে মাসে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর আগ পর্যন্ত দলটি স্পেনকে শাসন করেছে।

এবারের নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৭৬ শতাংশ। যা আগের কয়েক নির্বাচনের চেয়ে বেশি। বিশেষ করে ২০১৬ সালে আগের নির্বাচনের চেয়ে ৯ শতাংশ বেশি।

বিজয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী সানচেজ বলেন, তার দলের বড় চ্যালেঞ্জ ছিলো বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। আমরা সে লড়াইয়ে জিতেছি।


আরো সংবাদ



premium cement