২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফেসবুক নিয়ে ব্যস্ত মা : পানিতে পড়ে সন্তানের মৃত্যু

-

মোবাইল ফোনে ফেসবুক নিয়ে ব্যস্ত মা। এর ফাঁকে বাথটাবের পানিতে পড়ে যায় তার ছয় মাস বয়সী শিশুকন্যা নাওমী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও এক সপ্তাহ কোমায় থাকার পর মৃত্যু হয় তার। পুলিশ দুই সন্তানের জননী ওই নারীকে গ্রেফতার করেছে।

কায়লা লিনটন নামে ২৩ বছর বয়সী ব্রিটিশ ওই নারীকে ইসরাইলের তেল আবিব থেকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় তার মোবাইল ফোনটি। খরব ডেইলি মিররের।

লিনটন বর্তমানে জামিনে আছেন। এবং অপেক্ষায় আছেন পুলিশ তাকে দোষী সাব্যস্ত করে কি-না।

খবরে প্রকাশ, শিশুটি কোথায় কিভাবে মারা গেছে, পুলিশ তা জানার চেষ্টা করছে। প্রাথমিকভাবে লিনটন জানিয়েছে, তিনি তার সন্তানকে বাথরুমে যেতে দিয়েছিলেন।

লিনটন এখন ফৌজদারী মামলার মুখোমুখি। তার বিরুদ্ধে শিশুর প্রতি অবজ্ঞা ও শিশুর দেখভালের অনিয়মের অভিযোগ আনা হতে পারে।

তার আইনজীবী জানিয়েছেন, যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তার নয় বছর পর্যন্ত জেল হতে পারে।

লিনটন পাঁচ বছর আগে পূর্ব লন্ডন থেকে ইসরাইলে আসেন। তাদের এলিজাবেথ নামে আড়াই বছর বয়সী আরেকটি কন্যাশিশু রয়েছে।

ছোট কন্যার মৃত্যুর পর থেকে স্বামী তার কাছ থেকে সরে আছেন বলে খবরে প্রকাশ। তিনি এটাকে হৃদয়গ্রাহী বলে বর্ণনা করেছেন।


আরো সংবাদ



premium cement