২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

প্যারিসে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ

প্যারিসের রাস্তায় হলুদ জ্যাকেট বিক্ষোভকারীরা -

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভকারীদের সাথে আবারো সংঘর্ষ হয়েছে পুলিশের। টানা তৃতীয় সপ্তাহের মতো বিক্ষোভ হয়েছে শনিবার। রাস্তায় সংর্ঘষ হয়েছে পুলিশের সাথে বিক্ষোভকারীদের। শনিবার বিক্ষোভকারীদের ওপর স্টান গ্রেনেড, জল কামান ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। আটক হয়েছে শতাধিক ‘হলুদ জ্যাকেট’ বিক্ষোভকারী। তারা প্রতি শনিবার বিক্ষোভ করে।

শনিবার প্যারিসের চ্যাম্পস এলিসি এভিনিউতে বিক্ষোভকারীদের সাথে সংর্ঘষ হয় পুলিশের। বিক্ষোভকারীরা বেশ কিছু গাড়িতে আগুনে দেয়। হলুদ জ্যাকেট পরিহিত বিক্ষোভকারীরা বিক্ষোভ করেছে অন্যান্য স্থানেও। তারা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পদত্যাগও দাবি করছে।

আরো পড়ুন: প্যারিসের হলুদজ্যাকেট বিক্ষোভকারী কারা?

সম্প্রতি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জ্বালানি তেলের ভবিষ্যতের কথা ভেবে মূল্য বৃদ্ধি করা হয়েছে দেশটিতে। কিন্তু ক্ষুব্ধ নাগরিকরা তৃণমূল পর্যায় থেকে আন্দোলন শুরু করেছেন। বিক্ষোভকারীরা সড়ক পথগুলো অবরোধ করে ও তেলের ডিপোতে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নভেম্বর মাসে এই বিক্ষোভে দুজন নিহতও হয়েছে।


আরো সংবাদ



premium cement