২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ইতালিতে বিরূপ আবহাওয়ায় নিহত বেড়ে ২০

ইতালিতে বিরূপ আবহাওয়ায় নিহত বেড়ে ২০ - সংগৃহীত

ইতালির উত্তরাঞ্চলে চলতি সপ্তাহে ঝড়ো বাতাস ও বৃষ্টিতে অন্তত ২০ জনের মৃত্যু ও কয়েক হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শুক্রবার সার্দিনিয়ায় বজ্রপাতে ৮৭ বছর বয়সী এক নারী ও ৬২ বছর বয়সী এক জার্মান পর্যটক নিহত হন। এই নিয়ে চলতি সপ্তাহে শুরু হওয়া এই ঝড়ে মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।

এদিকে পার্বত্য অঞ্চলের দোলোমিতেস রেঞ্জে ঝড়ে উপড়ে গেছে বহু গাছ। ঝড়ে বেনেতো অঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। মূলত এই অঞ্চলের গাছ থেকে দিয়াশলাইয়ের কাঠি তৈরি করা হয়।

ভেনেতোর গভর্নর লুকা জাইয়া বলেন,‘মনে হলো ভূমিকম্প হয়ে গেছে।’

তিনি আরো বলেন,‘কয়েক হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়ে গেছে। ঝড়ের কারণে ১ লাখ ৬০ হাজার মানুষ বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে ।’

এর আগে ঝড়ে বৃহস্পতিবার ইতালির উত্তরাঞ্চলে ৭৪ ও ৭৩ বছর বয়সী দুই ব্যক্তি নিহত হন। অ্যাসতা ভ্যালিতে ঝড়ের সময় তাদের গাড়ির ওপর গাছ আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

অপরদিকে বেসিয়া অঞ্চলে অপর এক ব্যক্তি একটি নদীতে প্রচন্ড শক্তিশালী স্রোতের কবলে পড়েন।

তাছাড়া আলতো আদিগে অঞ্চলে ঝড়ের সময় আলপাইন কটেজের ছাদ ধসে ৮১ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।

এর আগে সোমবার উপড়ে থাকা গাছের সাথে গাড়ির প্রচন্ড ধাক্কায় ৫৩ বছর বয়সী আরোহী মারা যান।

ভূমিধসের কারণে বেলুনো প্রদেশের বেশ কয়েকটি শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাছাড়া ভারী বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে রাস্তাঘাট মেরামতের কাজ।


আরো সংবাদ



premium cement