২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বিশৃঙ্খলায় শুরু এরশাদের সমাবেশ

সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির সমাবেশে নেতা-কর্মীদের একাংশ। - ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মহাসমাবেশ। তবে শুরুতেই সমাবেশস্থলে নেতা-কর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েছেন।

শনিবার সকাল ১১টায় মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির নেতাকর্মী-সমর্থকরা আসতে শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকেই সোহরাওয়ার্দী উদ্যান ভরে যায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীতে।

এসময় এসব কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সঙ্গে আনা দলীয় প্রতীক লাঙ্গল একে অন্যের দিকে ছুঁড়ে দিতে থাকেন, সমাবেশস্থলের চেয়ারও ছোড়াছুড়ি করেন। এতে বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।


দলীয় সূত্রে জানা গেছে, মহাসমাবেশ থেকে আগামী নির্বাচন, জোট গঠনসহ রাজনৈতিক গুরুত্বপূর্ণ বার্তা দেবেন সাবেক এই রাষ্ট্রপতি। পাশাপাশি তিনি দলীয় নেতা-কর্মীদের নানান দিক-নির্দেশনা দেবেন।


আরো সংবাদ



premium cement