২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সুইডেনে সরকার গঠনে আলোচনার আহ্বান

সুইডেনে সরকার গঠনে আলোচনার আহ্বান - সংগৃহীত

সুইডেনে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেট দলের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেন রোববার বিরোধীদের প্রতি আলোচনার আহ্বান জানিয়েছেন। দেশটির নির্বাচনে বামপন্থী এবং মধ্য-ডানপন্থী কেউই সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। 

স্টিফেন লোফভেন সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এটি স্পষ্ট যে কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই আন্ত:জোট সহযোগিতা খুবই স্বাভাবিক বিষয়।

এদিকে এ পর্যন্ত ৯৯.৮ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে স্টিফেন লোফভেনের জোট বিরোধী মধ্য ডান থেকে এক আসনে এগিয়ে রয়েছে।

তিনি বলেন, ভোটাররা তাদের পছন্দমত ভোট দিয়েছে, এখন আমাদের চূড়ান্ত ফলাফল এবং সমঝোতার জন্য অপেক্ষা করতে হবে।
মধ্য ডানপন্থী জোটের চার নেতার আহ্বান প্রত্যাখ্যান করে লোফভেন বলেন, নতুন সংসদ গঠন হওয়ার আগ পর্যন্ত ভোটার ও নির্বাচনকে সম্মান দেখিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তিনি আরো দুই সপ্তাহ দায়িত্ব পালন করবেন।

এদিকে কট্টর ডানপন্থী সুইডেন ডেমোক্রেটস্ দল, যারা ২০১৪ সালে ১২.৯ শতাংশ ভোট পেয়েছিল বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭.৬ শতাংশে। মূলত তারা সরকারের অভিবাসন নীতি নিয়ে ভোটারদের হতাশাকে পুঁজি করে নির্বাচনে ভালো ফল করেছে।

উল্লেখ্য, সুইডেন ২০১২ সাল থেকে এ পর্যন্ত চার লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

লোফভেন বলেন, ‘আমি অত্যন্ত হতাশ কারণ আমাদের এ সময়েও নাৎসিবাদের শিকড়ে জড়িয়ে থাকা একটি দল সুইডেন ডেমোক্রেটস ভোটে ভালোভাবে জয়ী হয়েছে।’


আরো সংবাদ



premium cement
মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু আল-আকসায় কোনো ধরণের সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হলো তৃতীয় জুমআর জামাত ‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান

সকল