২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মহানবীকে (সা.) নিয়ে কার্টুন প্রতিযোগীতা বাতিল অবশেষে

নেদারল্যান্ডের ইসলামবিদ্বেষী নেতা গ্রিট ‍উইল্ডার্স - ছবি : আনাদোলু

অবশেষে রাসূল (সা.)-কে নিয়ে কার্টুন প্রতিযোগীতা বাতিল করার ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডের কট্টর ইসলামবিদ্বেষী রাজনীতিক গ্রিট উইল্ডার্স। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এই প্রতিযোগীতা বাতিলের ঘোষণা দেন। দেশটির পার্লামেন্ট ভবনে ওই প্রতিযোগীতা ও প্রদর্শনী করার ঘোষণা তিনি দিয়েছিলেন মাস দুয়েক আগে।

ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে। গত সপ্তাহে পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে দেয়া প্রথম বক্তৃতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, বিষয়টি তিনি জাতিসঙ্ঘের অধিবেশনে উত্থাপন করবেন। পাকিস্তানসহ অন্য অনেক মুসলিম দেশের সাধারণ নাগরিকরা বিক্ষোভ করেছে এই প্রতিযোগীতা বন্ধের দাবিতে।

নেদারল্যান্ডের ডানপন্থী দল পার্টি ফর ফিড্রমের এই নেতা এক বিবৃতিতে বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে’ প্রতিযোগীতা বাতিল করা হয়েছে। তবে উইল্ডার্স তার ইসলামবিদ্বেষী মানসিকতা অব্যাহত থাকবে বলে জানান।


আরো সংবাদ



premium cement