২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আমবে দ্বীপে অগ্ন্যুৎপাত : বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ

গতবছরের ৩০ সেপ্টেম্বরের ছবি -

ভানুয়াতু দ্বীপপুঞ্জের আমবে দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের বিপর্যয় থেকে বাসিন্দাদের রক্ষায় শুক্রবার তাদের অন্যত্র সরানোর নির্দেশ দেয়া হয়েছে।

গত সেপ্টেম্বর থেকে মানারো আগ্নেয়গিরির সিরিজ অগ্ন্যুৎপাত শুরু হয়, যার ছাই বায়ুমন্ডলে ১২ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়লে পরিবেশে বিপর্যয় সৃষ্টি হয়। খবর এএফপি’র।

ভানুয়াতু ভূতত্ত্ব ও ভৌগলিক-বিপর্যয় বিভাগ জানায়, আগ্নেয়গিরির বিপর্যয় থেকে জীবন বাঁচাতে উৎপত্তিস্থল থেকে লোকজনকে অন্তত তিন কিলোমিটার দূরে সরে যেতে হবে।

তারা জানায়, আমবে ও প্রতিবেশী দ্বীপসমূহের স্থানীয় জনসাধারণ প্রতিনিয়ত গর্জন শুনতে পাচ্ছে। অগ্ন্যুৎপাতে নির্গত গ্যাসের গন্ধ পাচ্ছে।

রেডক্রস জানায়, ঘন ছাই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটিকে ছেয়ে ফেলেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছে এবং কোনো কোনো এলাকায় দুই মাইলের মধ্যে কিছু দেখা যায় না।

পররাষ্ট্রমন্ত্রী র‌্যালফ রেগেনভানু বলেন, সরকার দ্বীপাঞ্চলের জনগণকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি টুইটারের মাধ্যমে জানান, ‘মন্ত্রিসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ও আমবে দ্বীপের সকল লোকজনকে সেখান থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’

তবে সেপ্টেন্বর মাস থেকেই এই স্থানান্তর শুরু হয়েছে।

অগ্ন্যুৎপাত শুরুর পরে কর্তৃপক্ষ অস্থায়ী ভিত্তিতে ১১,০০০ লোককে ফেরি ও ছোট নৌযানের মাধ্যমে অন্যত্র সরিয়ে নেয়।

মে মাসে দ্বিতীয়বারের মতো হাজার খানেক লোককে সরিয়ে নেয়া হয়।


আরো সংবাদ



premium cement
জামালপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ গাড়ি কালীগঞ্জে আওয়ামী লীগে বিভেদ শরীয়তপুরে বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ মিরসরাইয়ে ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি আলুতে দাম বেড়েছে ১০ টাকা ফরিদপুরের পদ্মাপাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২৩ এস্কেভেটর ও ৮ ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ হোসেনপুরে গ্রামের গ্রাহকরা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা গাজীপুরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন

সকল