২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

রানিকে এভাবে অপদস্থ করলেন ট্রাম্প!

রানিকে এভাবে অপদস্থ করলেন ট্রাম্প! - ছবি : সংগৃহীত

সাধারণত অন্যদেশের রাষ্ট্রপ্রধানরা ব্রিটেন সফরে গেল অবশ্যই রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন৷ ব্রিটেনের রানি বলে কথা৷ নির্দিষ্ট রাজকীয় নিয়ম বা প্রটোকল মেনে তবেই যেকোনো রাষ্ট্রপ্রধান রানীর সঙ্গে সাক্ষাৎ করেন৷ কিন্তু সেই রাষ্ট্রপ্রধান যদি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে কোনো নিময় বা প্রটোকলই যে গ্রাহ্য হবে না তা সর্বজনবিদিত৷ সমস্ত নিয়ম ভেঙে, বিতর্কের মধ্যে থাকাই যার একমাত্র লক্ষ্য, এবারেও তার অন্যথা হতে দিলেন না ট্রাম্প৷

চার দিনের ব্রিটেন সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া৷ শুক্রবার উইন্ডসোর ক্যাসেলে রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করতে যান তারা৷ তবে সাক্ষাৎপর্বের শুরু থেকেই নিময় বিরুদ্ধ কাজ করতে শুরু করেন একরোখা মেজাজের ট্রাম্প৷ ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রবল গরমের মধ্যে ৯২ বছরের রানি এলিজাবেথকে ঠাঁয় দাঁড় করিয়ে রাখেন মার্কিন প্রেসিডেন্ট৷

জানা গেছে, ট্রাম্প দম্পতিকে স্বাগত জানানোর জন্য একটি ছাতার তলায় অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন ব্রিটেনের রানি৷ প্রায় ১০ মিনিট দেড়িতে কালো রেঞ্জ রোভার গাড়ি চড়ে সেখানে গিয়ে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া৷

এখানেই শেষ নয়, উইন্ডসোর ক্যাসেলের বিশেষ সেনা বাহিনীর সঙ্গে পরিচয় পর্বেও নিজের বিতর্কিত চারিত্রিক বৈশিষ্ট বজায় রাখেন ট্রাম্প৷ একসঙ্গে হাঁটার বদলে বেশিরভাগ সময়টাই তাকে দেখা গিয়েছে রানি এলিজাবেথ ও মেলানিয়ার থেকে দু’কদম করে এগিয়ে থাকতে। যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রবল বিতর্ক৷ মার্কিন প্রেসিডেন্টকে কার্যত তুলোধনা করেছে ব্রিটেনের সংবাদমাধ্যম৷

কেবল রানির সঙ্গে সাক্ষাৎপর্বে বিতর্ক সৃষ্টি করেই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট। এরপর তিনি করেন আরো ভয়ঙ্কর কাজ। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের বিখ্যাত আরামকেদারায় বসে ছবি তোলেন তিনি৷ যা নিয়ে, ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন ব্রিটেনের বহু রাজনীতিবিদ৷ মার্কিন প্রেসিডেন্টের এই সফর ঘিরে প্রথম থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে ব্রিটেন৷

একাধিক স্থানে চলছে বিক্ষোভ, আন্দোলন৷ যা প্রতিহত করতে হচ্ছে প্রশাসনকে৷ এই বিক্ষোভ আরো তীব্রতর হয়েছে পরলোকগত প্রিন্সেস ডায়না ও বর্তমান প্রিন্সেস কেট সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টে করা কিছু কুরুচিকর মন্তব্য প্রকাশ্যে আসতেই৷

আরো পড়ুন :

ট্রাম্প-পুতিন বৈঠক : নিরাপত্তার চাদরে ঢাকা হেলসিঙ্কি
ফিনল্যান্ডে দীর্ঘ গ্রীস্মকালীন ছুটির এ সময়ে পুলিশ ও কর্মকর্তাদের দায়িত্ব পালনের জন্যে ডেকে পাঠানো হয়েছে। কারণ হেলসিংকিতে সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক।

ঐতিহাসিক এ বৈঠককে সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থাসহ কাজে যোগ দেয়ার জন্য ছুটিতে থাকা পুলিশ সদস্য ও কর্মকর্তাদের ডাকা হয়েছে। খবর এএফপি’র।

কারণ, রুশ-মার্কিন প্রেসিডেন্টের এ বৈঠকের প্রতিবাদে জোরালো বিক্ষোভ হতে পারে বলে আশংকা করা হচ্ছে। যদিও এ সপ্তাহের গোড়ার দিকে লন্ডনে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভের ধারণা করা হলেও বাস্তবে তা হয়নি।
গত মাসের শেষের দিকে ঘোষণা করা ট্রাম্প-পুতিনের এ সম্মেলন হচ্ছে ফিনল্যান্ডের রাজধানীতে এ ধরনের সবচেয়ে বড় অনুষ্ঠান। এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলিৎসিনের মধ্যে এ ধরনের বৈঠক হয়েছিল।

এদিকে ফিনল্যান্ডের অনেক নাগরিক এএফপি’কে জানিয়েছে, তাদের দেশে ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক হতে যাওয়ায় তারা আনন্দিত। সোমবার সারা বিশ্বের নজর থাকবে তাদের এই বৈঠকের দিকে।


আরো সংবাদ



premium cement