২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

পেশাজীবীদের জন্য সুগম হ‌চ্ছে যুক্তরাজ্যের পথ

ব‌াংলা‌দেশিদের জন্য সুগম হ‌চ্ছে যুক্তরাজ্যের পথ - সংগৃহীত

যুক্তরাজ্যের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বাংলাদেশের মতো দেশ থেকে চিকিৎসা পেশার জনশক্তি চাকুরি পাবে। চি‌কিৎসা ক্ষে‌ত্রে দক্ষ জনশ‌ক্তি হি‌সে‌বে বাংলা‌দেশি চিকিৎসক-নার্স‌দের জন্য যুক্তরাজ্যে আসার পথ উন্মুক্ত হ‌ওয়াকে শুভ লক্ষণ হিসেবে দেখছে প্রবাসী বাংলাদেশিরা।

ইউরোপের বাইরের দেশগুলো থেকে দক্ষ কর্মী আনার জন্য যুক্তরাজ্যের ইমিগ্রেশন আইনে ব্যাপক পরিবর্তন করতে যাচ্ছে দেশটির সরকার। যুক্তরাজ্যে বর্তমানে বিপুলসংখ্যক বাংলাদেশি ও ভারতীয় চি‌কিৎসক ও নার্স কর্মরত র‌য়ে‌ছেন। নতুন সিদ্ধান্তের ফলে আরও বাংলাদেশি ডাক্তার ও নার্সের জন্য যুক্তরাজ্যে আসা সহজতর হবে বলে মনে করা হচ্ছে।

ইমিগ্রেশন আইনে ব্যাপক পরিবর্তনের অংশ হিসেবে টিয়ার টু ভিসা ক্যাপ থেকে নন-ইইউ ডাক্তার এবং নার্সদের আলাদা করার পরিকল্পনা করছে সরকার। এ‌তে বাংলা‌দেশ থে‌কে যুক্তরাজ্যে দক্ষ পেশাজী‌বী‌দের আসার পথ অনেকটা উন্মুক্ত হ‌বে, এমন‌টিই আশা করা হ‌চ্ছে।

প্রধানমন্ত্রী থে‌রেসা মে যখন হোম সেক্রেটারি ছিলেন, তখন এই ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল। এর মাধ্যমে নন-ইইউ দেশ থেকে বছরে ২০ হাজার ৭০০র বেশি দক্ষ স্টাফ আনা যাবে না বলে নির্ধারণ করেছিলেন সাবেক হোম সেক্রেটারি। তবে নতুন হোম সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে কিছু কিছু ক্ষেত্রে ইমিগ্রেশন আইন সংস্কারের পদক্ষেপ নিয়েছেন সাজিদ জাভিদ। বার্ষিক ইমিগ্রেশন ক্যাপ থেকে ডাক্তার এবং নার্সদের বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে হোম অফিস।

আইন শিথিলের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে দেশটির স্বাস্থ্যসেবা সার্ভিস প্রতিষ্ঠান এনএইচএস। এনএইচএস ট্রাস্টগুলোর শীর্ষ কর্মকর্তারা বলেছেন, হাসপাতালগুলোতে ডাক্তার এবং নার্সদের চলমান সঙ্কট সমাধানে সরকারের এই সিদ্ধান্ত বিরাট ভূমিকা রাখবে। হেলথ সেক্রেটারি জেরিমি হান্টও এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

যুক্তরাজ্যে পেশাজীবীদের প্রবেশ সহজ করতে চলমান অভিবাসন নীতি পরিবর্তনের ফলে বাংলাদেশের মতো দেশগুলো থেকে যাওয়া পেশাজীবীদের যুক্তরাজ্যে প্রবেশ কিছুটা সহজ হবে। অভিবাসন নীতি পরিবর্তন প্রসঙ্গে সরকার জানায়, তারা  অভিবাসন অ্যাডভাইজরি কমিটিকে শর্টেজ অকুপেশন (যুক্তরাজ্যে নির্দিষ্ট খাতে  লোকবল কম থাকলে বাইরে থেকে শ্রমিক নেওয়ার কোটা পদ্ধতি) তালিকা পুনরায় পর্যালোচনা করতে বলবে। এতে করে ব্যবসায়ীদের জন্য বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে যুক্তরাজ্যে পেশাজীবী অভিবাসী নিয়ে আসা সহজ হবে। 

ব্রিটেনে পাসপোর্টধারী ৮৪ হাজার বাংলাদেশি 

যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি পাসপোর্টধারীর সংখ্যা ৮৪ হাজার। সম্প্রতি ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস) দেশটিতে বসবাসকারী ব্রিটিশ নাগরিক নয় এমন অধিবাসীদের সংখ্যা প্রকাশ করেছে। 

তালিকায় থাকা ২০টি দেশের মধ্যে ১৩টি দেশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত। এতে প্রথম স্থানে রয়েছেন পোলান্ডের অধিবাসীরা। তালিকায় শীর্ষ ২০টি দেশের মধ্যে বাংলাদেশিদের অবস্থান ২০তম স্থানে থাকলেও যুক্তরাজ্যে বসবাসকারী অ-ইউরোপীয় অভিবাসীর তালিকায় শীর্ষ সাতটি দেশের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। 

অ-ইউরোপীয় অভিবাসী শ্রেণির মধ্যে ভারতীয় নাগরিকগণ শীর্ষে অবস্থান করছেন। তবে ব্রিটেনে সাম্প্রতিক সময়ে অধিক সংখ্যক রোমানিয়ানদের পাড়ি জমানোর কারণে সামগ্রিকভাবে ভারতীয়দের অবস্থান দ্বিতীয় থেকে চতুর্থ স্থানে নেমে গেছে।

 ব্রিটেনে আনুমানিকভাবে বাস করেন প্রায় ছয় লাখ বাংলাদেশি। তবে তাদের মধ্যে বাংলাদেশি ব্রিটিশ কিংবা ব্রিটেনে জন্মগ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের এই পরিসংখ্যানে অর্ন্তভূক্ত করা হয়নি।

শীর্ষ ২০টি দেশের তালিকা ও অধিবাসীর সংখ্যা- পোল্যান্ড (১,০২১,০০০), রোমানিয়া (৪১১,০০০), রিপাবলিক অব আয়ারল্যান্ড (৩৫০,০০০), ভারত (৩৪৬,০০০), ইতালি (২৯৭,০০০), পর্তুগাল (২৩৫,০০০), লিথুয়ানিয়া (১৯৯,০০০), পাকিস্তান (১৮৮,০০০), স্পেন (১৮২,০০০), ফ্রান্স (১৮১,০০০), জার্মানি (১৫৪,০০০), চীন (১৪৭,০০০), মার্কিন যুক্তরাষ্ট্র (১৩৩,০০০), লাতভিয়া (১১৭,০০০), নাইজেরিয়া (১০২,০০০), হাঙ্গেরি (৯৮,০০০), নেদারল্যান্ডস (৯৭,০০০), অস্ট্রেলিয়া (৮৭,০০০),  বুলগেরিয়া (৮৬,০০০) ও বাংলাদেশ (৮৪,০০০)।

ইউরোপের বিভিন্ন দেশ থেকে ব্যাপক হারে যুক্তরাজ্যে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূতরা। তবে তারা বাংলাদেশি নয়, বরং ইউরোপীয় ওইসব দেশের নাগরিক হিসেবে থিতু হচ্ছেন যুক্তরাজ্যে। এমন অভিবাসনের পেছনে ওই দেশগুলোর অর্থনৈতিক মন্দা, কর্মসংস্থান হ্রাসের পাশাপাশি বাংলাদেশিদের সাংস্কৃতিক ও ধর্মীয় কারণও রয়েছে।

বাংলাদেশি কমিউনিটি ছোট ও বিচ্ছিন্ন, দেশীয় সংস্কৃতির সংস্পর্শ থেকে বিচ্ছিন্নতা, মসজিদ কম ও ধর্মীয় শিক্ষার সুযোগ না থাকা, ইংরেজি ভাষায় আন্তর্জাতিক মানের শিক্ষালাভের সুযোগ কম–মূলত এসব কারণেই যুক্তরাজ্যমুখী হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপীয়রা।


আরো সংবাদ



premium cement
নেতাদের মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির মিছিল বৃষ্টির জন্য দেশবাসীর প্রতি ইস্তিস্কার নামাজ আদায়ের আহ্বান আমিরে জামায়াতের সড়ক উন্নয়ন প্রকল্পে চুক্তি স্বাক্ষর করল তুর্কি, ইরাক, কাতার, সংযুক্ত আরব আমিরাত ঢাকায় ‘হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ‘আমার শিশু মেয়েটির যে সর্বনাশ সে করেছে’ বান্দরবানের ৩ উপজেলায় নির্বাচন স্থগিত চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজে মুসুল্লিদের ঢল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার : রিজভী চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার

সকল