২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

প্রাণ বাঁচাতে খুনের নাটক

আরকাদি বাবশেঙ্কো - ছবি : সংগ্রহ

ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক নামকরা সাংবাদিক আরকাদি বাবশেঙ্কো গুলিতে নিহত হওয়ার খবর বেরোনোর পর তাকে টিভিতে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে দেখা গেছে। সেখানে হাজির হয়ে বাবশেঙ্কো বলেছেন, তাকে হত্যার ঘটনাটি একটি সাজানো নাটক ছিল। হত্যার চক্রান্ত থেকে তাকে বাঁচাতেই ইউক্রেনের নিরাপত্তা বাহিনী তার ভুয়া মৃত্যু পরিকল্পনা করে।


হুমকির মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ৪১ বছর বয়সী আরকাদি বাবশেঙ্কোকে তার স্ত্রী বাসার প্রবেশপথে রক্তাক্ত অবস্থায় পান বলে মঙ্গলবার জানিয়েছিল কিয়েভ পুলিশ। তার মৃত্যুর জন্য রাশিয়াকে দোষারোপ করেছিল ইউক্রেন। কিন্তু তারপর বুধবারই সবাইকে চমকে দিয়ে ইউক্রেনের টিভিতে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হাজির হন বাবশেঙ্কো।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাকে যে হত্যার টার্গেট করা হয়েছে তা এক মাস আগেই জেনেছিলেন তিনি।

ইউক্রেনের নিরাপত্তাবাহিনীর প্রধান বাসিল রাইসাক বলেন, ‘রাশিয়ার নিরাপত্তাবাহিনী বাবশেঙ্কোকে হত্যার নির্দেশ দিয়েছিল। সে চেষ্টা ব্যর্থ করে দিতেই খুনের নাটক সাজানো হয়। দুই মাস ধরে এর পরিকল্পনা করা হয়েছে।’


ইউক্রেনের মাটিতে রাশিয়ার বিশেষ বাহিনীর সন্ত্রাসী তৎপরতার প্রমাণ জোগাড়ের জন্য ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এ পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছিল বলে জানিয়েছে। মঙ্গলবার ইউক্রেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউক্রিনফর্ম জানায়, বাবশেঙ্কো পিঠে গুলিবিদ্ধ হয়ে অ্যাম্বুলেন্সের ভেতরেই মারা গেছেন। তার বন্ধু ও সুপারভাইজারের বরাত দিয়ে এ কথা জানানো হয়।
এ দিকে কিয়েভ পুলিশ বাসার বাইরে তাকে পাওয়া যাওয়ার কথা জানিয়ে এ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিকে খোঁজা হচ্ছে বলে ঘোষণা করে এবং সন্দেহভাজন হামলাকারীর একটি স্কেচও প্রকাশ করে। খুনের এ খবর যারা বিশ্বাস করেছেন তাদের কাছে এবং নিজের স্ত্রীর কাছেও বুধবারের সংবাদ সম্মেলনে ক্ষমা চেয়েছেন বাবশেঙ্কো। একই সঙ্গে জীবন বাঁচানোর জন্য ইউক্রেনের নিরাপত্তা বাহিনীকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। বাবশেঙ্কো এ দিন সংবাদ সম্মেলন কক্ষে ঢোকার সময় সবাই হাততালি দিয়ে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

তাদের সামনে হাজির হয়ে তিনি বলেন, ‘আমি অনেক সময়ই আমার অনেক সহকর্মী ও বন্ধুকে সমাহিত করেছি। সেই দুঃখের অনুভূতি কেমন তা আমি জানি। আপনাদেরকেও সেই অনুভূতির মধ্য দিয়ে যেতে হয়েছে। এ জন্য আমি দুঃখিত। কিন্তু এ ছাড়া আর কোনো উপায় ছিল না।’
চেচনিয়ার যুদ্ধে সেনা হিসেবে অংশ নেয়া বাবশেঙ্কো পরে বেশ কয়েকটি রুশ গণমাধ্যমের যুদ্ধবিষয়ক প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিয়ার আলেপ্পোয় রুশ বাহিনীর বোমাবর্ষণ ও ইউক্রেনে মস্কোর কর্মকাণ্ডকে ‘আগ্রাসন’ অ্যাখ্যা দিয়ে সরকারপন্থী রাজনীতিবিদদের চক্ষুশূলে পরিণত হন তিনি। গত বছরের ২৭ ফেব্র“য়ারি ফেসবুকে দেয়া এক পোস্টে বাবশেঙ্কো দেশ ছাড়ার কথা জানান।

সিরিয়ায় রাশিয়ার সামরিক ঠিকাদার পাঠানো এবং ২০১৪-র জুলাইয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশীয় বিমান এমএইচ১৭ ভূপাতিত করার ঘটনা নিয়েও তিনি রিপোর্ট লিখেছেন। গত সপ্তাহে পশ্চিমা একটি তদন্ত দলও এমএইচ১৭ বিধ্বস্তে রাশিয়ার দায় আছে বলে মন্তব্য করেছে। তবে ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ওই এলাকায় মালয়েশীয় বিমানটি ভূপাতিত হওয়ার ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।


আরো সংবাদ



premium cement
ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর কালিয়াকৈরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী বাবা-ছেলে আহত কাপাসিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ রাশিয়ার ২৬টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের উত্তর কোরিয়ার সাথে আলোচনার ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র মাগুরায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু মিয়ানমারে সামরিক বাহিনী ‘অস্থায়ীভাবে’ ক্ষমতায় রয়েছে : জান্তা প্রধান গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলচালক নিহত উত্তরপ্রদেশে কারাগারে মুসলিম রাজনীতিবিদের মৃত্যু : ছেলের অভিযোগ বিষপ্রয়োগের দক্ষিণ আফ্রিকায় বাস খাদে, নিহত ৪৫, বাঁচল একটি শিশু ইসরাইলের রাফা অভিযান পরিকল্পনা স্থগিত

সকল