২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বাবার পথ ধরেই অভিনয়ে পুত্র

-

নাটকে অভিনয় যখন শুরু করেন তখন তার নাম ছিল ডাব্লিউ আনোয়ার। কিন্তু যখন নায়করাজ রাজ্জাকের হাত ধরে ‘সৎ ভাই’ সিনেমায় অভিনয় শুরু করেন, তখন নায়করাজই তার নাম রাখেন আলীরাজ। এর পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি আলীরাজকে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সিনেমার পর্দায় আলীরাজের অনবদ্য অভিনয় এ দেশের সিনেমাপ্রেমী দর্শককে মুগ্ধ করেছে। দর্শকের সেই মুগ্ধতা আর ভালোবাসাকে নিয়েই আজো অভিনয় করে চলেছেন আলীরাজ। তবে এবার বাবা আলীরাজের পথ ধরেই অভিনয়ে এসেছেন তারই পুত্র শরণরাজ। আলীরাজের ইচ্ছে ছিল ছেলেকে সিনেমার নায়ক হিসেবে অভিষেক করানোর। কিন্তু প্রথমে নাটকে অভিনয় করেই নিজেকে পরিপক্ব করে তুলুক অভিনয়ে, এমনটাই প্রত্যাশা আলীরাজের। তাই এরই মধ্যে আলীরাজ পুত্র শরণরাজ নাটকে অভিনয় করেছেন। আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘সময়ের গল্প’র আজকের পর্বে অভিনয় করেছেন শরণরাজ। আজকের পর্বের নাম ‘অনৈতিক সিদ্ধান্ত’। নির্মাণ করেছেন তপু খান। আজ রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে শরণরাজ অভিনীত পর্বটি প্রচার হবে। নিজের ছেলের প্রথম অভিনীত নাটক দেখার অপেক্ষায় আলীরাজ। আলীরাজ বলেন, ‘আমার ইচ্ছা ছিল ছেলেকে সিনেমার নায়ক হিসেবে দেখার। কিন্তু তার আগে আমি চাই শরণ নিজেকে একজন ভালো অভিনেতা হিসেবে গড়ে তুলুক। যেহেতু আমাদের দেশে অভিনয় শেখার তেমন কোনো প্রতিষ্ঠান নেই। তাই আমি চাই, আমারই মতো আগে নাটকে অভিনয় করে নিজেকে অভিনয়ে সিদ্ধহস্ত করুক। তার পর না হয় সিনেমায় অভিনয় করা যাবে। নির্মাতা তপু খানের সাথে আমার কথা হয়েছে। শরণ বেশ ভালো অভিনয় করেছে। আমারও বিশ^াস, শরণ ভালোই অভিনয় করেছে। নিজের রক্ত বলে বলছি না, তার প্রতি বিশ^াস রেখেই বলছি।’ শরণ বলেন, ‘আমার অভিনয়ে আদর্শ আমার বাবা। ছোটবেলা থেকেই সিনেমায়, নাটকে বাবার অভিনয় দেখে দেখেই বড় হয়েছি। কিন্তু কোনো দিন অভিনয় করিনি। তপু ভাইয়ের নির্দেশনায় প্রথম কোনো নাটকে অভিনয় করা। জানি না কেমন করেছি। তবে আমার চরিত্রটি বাবার কাছ থেকে পরামর্শ নিয়ে নিজের মতো করেই অভিনয় করেছি। তবে আজকের প্রচার সময়টি নিয়ে আমি ভীষণ অপেক্ষায়। অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমার পরিবারের সদস্যরা। জানি না কেমন সাড়া পাবো। তবে অভিনয়ের পথে সবার সহযোগিতা চাই।’ উল্লেখ্য, শরণ এরই মধ্যে একটি প্রাইভেট বিশ^বিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন। আলীরাজ গতকাল মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত ছিলেন।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement