২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নির্মিত হচ্ছে দ্য থিঙ্কার অব এ নেশন

-

শুরু হলো বাংলাদেশের লেখক, আহমদ ছফার ওপর ‘আহমদ ছফা : দ্য থিঙ্কার অব এ নেশন’ শিরোনামে একটি পূর্ণদৈর্ঘ্য ডকুমেন্টারি ফিল্মের কাজ। চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিচালনা করছেন নির্মাতা সন্দিপ বিশ্বাস। আহমদ ছফা তার মৃত্যুর আগে ঢাকার বাংলামোটরে যে বাড়িতে বসবাস করতেন সেই বাড়িতেই শুরু হলো তথ্যচিত্রটির প্রথম আনুষ্ঠানিক শুটিং। ২৫ ফেব্রুয়ারি ২০২০ বেলা ১১টায় শুটিংয়ের উদ্বোধন ঘোষণা করেন কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর। এই বাড়িতে রচিত হয়েছে আহমদ ছফার বিখ্যাত অনেক লেখা। তার মধ্যে অন্যতম ‘পুষ্পবৃ এবং বিহঙ্গ পুরাণ’ উপন্যাসটি। এই উপন্যাসের অন্যতম প্রধান দুটো চরিত্রের স্মৃতিচারণার মধ্য দিয়ে শুরু হয় চলচ্চিত্রটির আনুষ্ঠানিক শুটিং। এর মধ্যে একজন হচ্ছেন আহমদ ছফার ভ্রাতুষ্পুত্র লেখক নূরুল আনোয়ার ও আহমদ ছফার পালকপুত্র সুশীল সিংহ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেখক ও চলচ্চিত্র নির্মাতা রেজা ঘটক, চলচ্চিত্র নির্মাতা আবিদ মল্লিক, চলচ্চিত্র কর্মী ও নির্মাতা সাদেক হোসেন সনি ও পরিচালনা সহযোগী প্রান্ত বিশ্বাস। এই চলচ্চিত্রের পোস্টারে যে ছবিটা ব্যবহার করা হয়েছে সেটা বিখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা।
পরিচালক সন্দিপ বলেন, ‘চলচ্চিত্রটিতে আহমদ ছফার জীবন ও কর্ম, উপন্যাস, প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, অনুবাদ ও গানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ উঠে আসবে এবং স্মৃতিচারণা করবেন দেশের আহমদ ছফার অনুসারী তরুণ প্রজন্ম, খ্যাতনামা বুদ্ধিজীবী এবং ঘনিষ্ঠজনরা।’ তিনি জানিয়েছেন, এ বছরের শেষের দিকে চলচ্চিত্রটি মুক্তি দেয়ার পরিকল্পনা আছে।


আরো সংবাদ



premium cement