২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মিমির আহ্বানে ‘ফিরে দেখা অমর একুশ’ উদযাপন

মিমির আহ্বানে ‘ফিরে দেখা অমর একুশ’ উদযাপন -

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম অভিনেত্রী ও নাট্যনির্দেশক আফসানা মিলি আহ্বানে গত ২০ ফেব্রুয়ারি রাত্রি উদযাপনের মধ্য দিয়ে রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ফিরে দেখা অমর একুশ’ উদযাপন। মাত্র তিন দিনের পরিকল্পনায়ই আফসানা মিমির এই অহ্বানে সাড়া দিয়েছিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, নায়ক ও সংসদ সদস্য ফারুক, সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, শর্মিলী আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, মোশাররফ করিম, অশোক ব্যাপারী, তারকা জুটি শাবনাজ-নাঈম, তাহমিনা সুলতানা মৌ, সুষমা সরকার, শ্যামল মাওলা, মাহাদিয়াসহ আরো অনেকে। আফসানা মিমিকে এই উদ্যোগে সার্বিকভাবে সহযোগিতা করেছেন লিটন কর। মূলত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত আল্পনা আঁকাই ছিল এই ‘ফিরে দেখা অমর একুশ’-এর মূল কাজ। এর পাশাপাশি একুশের গান গাওয়া, কবিতা আবৃত্তি করা, একুশের ইতিহাস জানাও ছিল এই অনুষ্ঠানের উদ্দেশ্য। আফসানা মিমি জানান, তার ‘ইচ্ছেতলা’র ছেলেমেয়েরা প্রথম একুশের গান গাওয়ার মধ্য দিয়ে ‘ফিরে দেখা অমর একুশ’ উদযাপন শুরু হয়। এরপর উত্তরার বিভিন্ন সেক্টরের অভিভাবকরা তাদের ছোট শিশুদের নিয়ে আসেন আল্পনা আঁকায় অংশগ্রহণের জন্য। আফসানা মিমি বলেন, ‘মূলত আগামী প্রজন্মের মধ্যে একুশের চেতনা ছড়িয়ে দিতেই আমরা এই উদ্যোগ গ্রহণ করি। ছোট শিশুরা, আল্পনা আঁকতে এসে একুশের ইতিহাস সম্পর্কে জানবে, নিজেদের সমৃদ্ধ করবে এটাই মূল বিষয়। এই যুগের শিশুরা খালি পায়ে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে হাঁটবেÑ এটা তারা ভাবতেই পারে না। অথচ আমরা যখন ছোট ছিলাম আমরা খালি পায়ে শহীদ মিনারে যেতাম, জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করতাম। সেখান থেকেই আসলে আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়েছে। সেই দেশপ্রেম এই সময়ের শিশুদের মধ্যে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই। আমি, আমরা সবাই মিলে এই কাজটা করতে চাই। রাজধানীর উত্তরায় দেশের বিভিন্ন জাতীয় দিবসে, সংস্কৃতি দিবসে আমরা বিশেষ কিছু করতে চাই। শুধু যে সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা এখানে অংশগ্রহণ করবেন এমনটি নয়, সংস্কৃতিমনস্ক যে কেউ এতে অংশ নিতে পারেন। তাতে আমাদের মধ্যে একটা আত্মিক বন্ধনের সৃষ্টি হবে।’ মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আফসানা মিমির এই উদ্যোগ এককথায় অসাধারণ। এখানে একুশের প্রথম প্রহর উদযাপন এবং সবার অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে। আমি আশা করব, আগামীতে আরো অনেক বেশি সাড়া ফেলবে মিমির উদ্যোগে ফিরে দেখা অমর একুশ।’ অনুষ্ঠানটির উপস্থাপনা করেন স্বাগতা।
ছবি : মোহসীন আহমেদ কাওছার

 


আরো সংবাদ



premium cement
রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন

সকল