২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফ্লোরিডায় প্রথমবার একতারার আয়োজনে মঞ্চ মাতালেন জুয়েল এবং রাহাত

-

সঙ্গীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল গান করছেন দীর্ঘ তিন দশক ধরে। অন্য দিকে ডিজে রাহাত বাংলাদেশের একমাত্র ডিজে যিনি ডিজে সংস্কৃতিকে মূলধারায় পরিচিত করিয়েছেন। এই দুইজন গুণী শিল্পীকে প্রথমবারের মতো আমেরিকায় সংবর্ধনা দেয়ার উদ্যোগ গ্রহণ করে ফ্লোরিডার জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন একতারা ফ্লোরিডা। সংগঠনটির আমন্ত্রণে গত ১৬ ফেব্রুয়ারি ‘একতারা বসন্ত উৎসব ২০২০’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশী দর্শক এই দুইজন সঙ্গীত তারকাকে এক নজর দেখার জন্য হাজির হন ফ্লোরিডার ওয়েলিংটন এমপি থিয়েটার গ্রাউন্ডে প্রবল বৃষ্টি উপেক্ষা করে। বৃষ্টির লুকোচুরি খেলার মধ্যেই দর্শকদের অনুরোধে রাহাত পরিবেশন করেন স্থানীয় শিল্পী মেরিনা মজুমদার এবং পিয়ালী শুক্লাকে নিয়ে করা তার দুটি অপ্রকাশিত নতুন রিমেক যা শিগগিরই রিলিজ করা হবে। এ ছাড়া জুয়েল গেয়ে শোনান তার জনপ্রিয় মৌলিক গান ‘এক বিকেলে’, ‘চোখের ভেতর স্বপ্ন থাকে’ এর পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় গানের কভার ভার্সন।
অনুষ্ঠানে ফ্লোরিডার স্থানীয় শিল্পীদের নৃত্য এবং সঙ্গীত পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। শিশু শিল্পীদের মধ্যে আদিবা এবং সাফরিনের নৃত্য ছিল চোখ ধাঁধানো। এ ছাড়া সঙ্গীতশিল্পী রোজিনা করিম খান অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।


আরো সংবাদ



premium cement