২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

নতুন বছরে আঁখির ‘তোমারই কারণে’

-

প্লেব্যাকে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন স্টেজ শোতে বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। গত বছর আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে গান গাওয়ার জন্য তিনি একজন সঙ্গীতশিল্পী হিসেবে প্রথমবার এই সম্মাননায় ভূষিত হন। তাই গত বছরটি তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি বছর। গত বছরই তার গাওয়া সর্বশেষ গান ‘ল্যায়লা’ গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। এই গানের পর গত বছর আর কোনো নতুন গান প্রকাশ করেননি আঁখি আলমগীর। কারণ একটু বুঝেশুনে তিনি নতুন গান প্রকাশে মনোযোগ দিচ্ছেন। নতুন বছরে ভালোবাসা দিবস উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে বছরের প্রথম গান হিসেবে প্রকাশিত হলো ‘তোমারই কারণে’ গানটি। গানটি লিখেছেন অনুরূপ আইচ। সুর করেছেন ফাবির তাজ তন্ময়। সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। গানটিতে প্রয়াত বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’ সিনেমার ‘আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে’ গানের ছায়া রয়েছে। আঁখি আলমগীরের নতুন এই গানটি ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৬ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানকিতার মধ্য দিয়ে ইউটিউবে প্রকাশিত হয়। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন চিত্রনায়ক, মডেল আসিফ ইমরোজ ও আরিয়ানা। গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘গানটিতে ভয়েজ দেয়ার সময়ই গানটির কথা, সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং আমার বিশ^াস ছিল, গানটি শ্রোতাদের ভালো লাগবে। সেই বিশ^াসটা আছে আমার এই গানকে ঘিরে। সময় গেলে গানের সাড়া মিলবে আশানুরূপ সেই আশা রাখি। তবে আমার ব্যস্ততার কারণে গানটির মিউজিক ভিডিওতে থাকতে পারিনি। গানটির সাথে সম্পৃক্ত প্রযোজনা প্রতিষ্ঠানের আন্তরিকতার প্রতি আমি কৃতজ্ঞ।’ এদিকে ধ্রুব মিউজিক স্টেশন থেকে গত বছরের মার্চ মাসে প্রকাশিত ‘ল্যায়লা’ গানটি এরই মধ্যে সাত লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি লিখেছেন প্রসেনজিৎ মুখার্জী। সুর সঙ্গীত করেছেন অম্লান। ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও রুনা লায়লার সুরে ‘গল্প কথার ওই কল্পলোকে জানি একদিন চলে যাবো’ গানটির জন্য প্লেব্যাকে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন আঁখি আলমগীর। ছোট্টবেলায় আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আঁখি আলমগীর। এদিকে স্টেজশো নিয়েও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন আঁখি আলমগীর। আজ একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেবেন আঁখি আলমগীর।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement
কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’

সকল