২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অবসরে কনা ছুটছেন শিশুদের কাছে

-

জীবনের এই সময়ে এসে কনার জীবনে এক বড় পরিবর্তন এসেছে। আর তা হলোÑ সময় সুযোগ পেলেই অবসরে কনা ছুটে যাচ্ছেন শিশুদের কাছে। তাদের সাথে সময় কাটাচ্ছেন, মেতে উঠছেন তাদের সাথে নানান রকমের খেলায়। আর এর মধ্যেই যেন এক অন্যরকম সুখ খুঁজে পাচ্ছেন এই সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনা। গত ২০ ডিসেম্বর রাজধানীর মিরপুর ডিওএইচএসের শপিং কমপ্লেক্সে যাত্রা শুরু হয়েছে কনা, নওমী, আয়েশা ও বুশরার উদ্যোগে শিশুদের জন্য খেলার এক অন্য দুনিয়া ‘প্লে জোন’। আর এই প্লে জোনেই সময় পেলেই ছুটে যাচ্ছেন কনা। যতটুকু পারছেন তিনি শিশুদের সময় দিচ্ছেন। হঠাৎ করে ‘প্লে জোন’ চালু করার কারণ সম্পর্কে দিলশাদ নাহার কনা বলেন, ‘সত্যি বলতে কী, ঢাকা শহরে শিশুদের জন্য খেলার জায়গা একদমই অপ্রতুল। আমরা যখন ছোট ছিলাম, মাঠে গিয়ে খেলাধুলা করতাম। কিন্তু এখন আর এই সুযোগও নেই। শিশুরা বাসায় বসে টিভি দেখে কিংবা মোবাইল দেখে। এতে শিশুদের ÿতিও হয়। তাই শিশুদের একটি নিরাপদ খেলার জায়গা দেয়ার লÿ্যইে আমরা প্লে জোন চালু করেছি। এখানে শিশুরা এসে নিজেদের মনের মতো খেলতে পারবে। অভিভাবকদের জন্য আমরা বসার ছোট্ট একটি জায়গা রেখেছি যেখানে বসে তারা সময় কাটাতে পারবেন, আবার খাওয়া-দাওয়াও করতে পারবেন। আমার বিশ^াস, এখানে এলে শিশুরা এতটাই মুগ্ধ হবে যে, তারা বারবার আসতে চাইবে। এরই মধ্যে অনেকেই আসা শুরু করেছেন। যারা নানাভাবে প্লে জোন সম্পর্কে জানছেন তারা সময় করে আসছেন এবং আবার আসারও পরিকল্পনা করছেন। আমার বিশ^াস প্লে জোন হয়ে উঠবে শিশুদের প্রিয় খেলার জায়গা।’ কনা জানান, সাড়ে সাত হাজার স্কয়ার ফুটজুড়ে শিশুদের জন্য এই প্লে জোন চালু হয়েছে। তার সাথে আরো আছেন নওমী, আয়েশা ও বুশরা। কনা জানান, মাসের দু’দিন সমাজের সুবিধাবঞ্চিত ও স্পেশাল চাইল্ডদের জন্য প্লে জোন বিশেষ উদ্যোগ নেবে। তারা যেন এখানে এসে নিজেদের মতো সময় কাটাতে পারে সেই ব্যবস্থাও শিগগিরই চালু করা হবে। কনা আরো জানান, শিশুরা যেন এখানে এসে গানও শিখতে পারে সেই উদ্যোগও নেয়া হবে দ্রæত। মূল কথা, ‘প্লে জোন’ যেন শিশুদের কাছে হয়ে উঠে প্রিয় আরেকটি স্থান, এটাই হচ্ছে কনার লÿ্য। কনা কৃতজ্ঞ তার বন্ধুদের কাছে, তার সাথে এই ‘প্লে জোন’-এ থাকার জন্য। এ দিকে স্টেজ মৌসুমে স্টেজ শোতে ভীষণ ব্য¯Í সময় কাটাচ্ছেন কনা। গতকাল তিনি রাজশাহী ক্যাডেট কলেজের পুনর্মিলনীতে অংশ নিয়ে সেখানে সঙ্গীত পরিবেশন করেছেন।
ছবি : আলিফ রিফাত


আরো সংবাদ



premium cement