২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ভালোবাসা দিবসের গানে ফাহমিদা নবী

-

২০১৮ সালের ভালোবাসা দিবসে ফাহমিদা নবীর গাওয়া ‘ভালোবাসি’ গানটি ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছিল। বাপ্পা মজুমদারের সঙ্গে সেই গানটি সেই সময় বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। মাঝে কেটে যায় আরো একটি ভালোবাসার বছর। মাঝের বছরটির বিরতি শেষে ফাহমিদা নবী এবারের ভালোবাসা দিবসে নতুন আরেকটি গান শ্রোতাদর্শক এবং তার ভক্তদের উপহার দিতে যাচ্ছেন। গানের কথা লিখেছেন সুজন বড়–য়া সাইম এবং সুরসঙ্গীত করেছেন সজীব দাস। এরই মধ্যে গেল ১৩ জানুয়ারি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির কথা হচ্ছে ‘হঠাৎ সে দিন শিশিরভেজা ভোরের আলোয়, অবাক তোমার দৃষ্টি ছুড়ে নীরবে ডাকলে আমায়’। ফাহমিদা নবী বলেন, ‘গানটির কথা যেমন চমৎকার, সুরও অসাধারণ। মিষ্টি মিষ্টি ভাবনার স্মৃতির মোহে হারিয়ে যাওয়ার মতো কথাগুলো। ভীষণভাবে মনকে নাড়া দিয়েছে আমায় গানের কথাগুলো। আমি গীতিকবিতা পড়েই ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। ধন্যবাদ গানটির গীতিকবিকে এবং অবশ্যই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা সব সময়ের মতো সজীব দাসকে মন ছুঁয়ে যাওয়ার মতো সুর করার জন্য। এর আগেও তার সুরে গান করেছি। সজীব সবসময়ই আমাকে ভেবে অনেক যতœ নিয়ে একটু বেশি ভেবেই সুর করে। কিন্তু কেন যেন মনে হয়েছে এই গানটি আরো একটু বেশি যতœ নিয়েই করা। ভালোবাসা দিবসে আমার ভক্তশ্রোতা-দর্শকের জন্য এটা বিশেষ উপহার। আশা করছি সবারই ভালো লাগবে গানটি। কারণ পুরো গানই প্রেমে ভরপুর একটি গান, যা অনেককেই অতীতে ফিরিয়ে নিয়ে যাবে।’ আগামী ভালোবাসা দিবসে গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এ দিকে ফাহমিদা নবী নিয়মিত বাংলাভিশনে ‘সুরের আয়না’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। এরই মধ্যে তিনি র্যাব আয়োজিত একটি স্টেজ শোতেও সঙ্গীত পরিবেশন করেছেন। এ ছাড়া গেল ১১ জানুয়ারি ফাহমিদা নবী বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ : মেগা কনসার্ট ২০২০’ এ অংশ নিয়ে ইতিহাসের সাথে নিজেকে সম্পৃক্ত রাখলেন।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল