১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

থিম সং গাইলেন মমতাজ

-

এরই মধ্যে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল টি-টোয়েন্টি ২০১৯’। এবারের বিপিএল’এ খুলনা টাইগার্সের থিম সং’-এ কণ্ঠ দিলেন বাংলাদেশের বাউল সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম। থিম সংটির শিরোনাম হচ্ছে ‘দেশটা কাঁপছে খেলার চাপে’। গত বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত গানটির রেকর্ডিং-এ অংশ নেন মমতাজ বেগম। আবার পরদিন সকাল থেকে রাত পর্যন্ত গানটির মিউজিক ভিডিও নির্মাণের অংশ নেন তিনি। গানটি লিখেছেন হাসিব হাসান চৌধুরী এবং সুর সঙ্গীত করেছেন চিরকুটের ইমন। গত শুক্রবার দিনব্যাপী রাজধানীর কাওরান বাজারের বিএফডিসির সাত নম্বর ফ্লোরে গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারনের কাজ শেষ করেন নির্মাতা রনি ভৌমিক। রনি ভৌমিকের আগে বেশ কিছু ভালো ভালো বিজ্ঞাপন নির্মাণ করেছেন। মিউজিক ভিডিওটি নির্মাণের ক্ষেত্রে প্রযোজক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন ‘টোস্টার প্রোডাকশন’র ব্যানারে অভিনেত্রী নোভা ফিরোজ। তিনি জানান আগামী ২০ ডিসেম্বরের মধ্যেই গানটি বিভিন্ন মাধ্যমে প্রচার শুরু হবে। ‘খুলনা টাইগার্স’র থিম সংটি গাওয়া প্রসঙ্গে মমতাজ বেগম বলেন, ‘এই কাজটি করার ক্ষেত্রে পুরো টিমই আসলে খুউব কম সময় পেয়েছে। কিন্তু কম সময়ের মধ্যেই সবাই যার যার অবস্থানে থেকে ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করেছেন। যে দিন গানটি রেকর্ডিং হলো সেদিন আমার একটি শো ছিল। শো শেষ করে স্টুডিওতে গিয়ে গভীর রাতে গানটির ভয়েজ দিয়েছি। আবার সকালে ঘুম থেকে উঠেই মিউজিক ভিডিওর শুটিং করেছি। ইমন বেশ যতœ নিয়ে গানটি করেছেন। খুউব তাড়াহুড়া হলেও আমার মনে হয় এই গানটি বিপিএলের অন্যতম সেরা গান হবে। শ্রোতা দর্শকের মন ছুঁেয় যাবে।

 


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল