২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

  বিজয় দিবসের ‘বিজয় চিহ্ন’তে সৌম্য-সিফাত

-

সৌম্য জ্যোতি, বাংলাদেশের নাট্যাঙ্গনের তারকা জুটি-সফল তারকা দম্পতি বৃন্দাবন দাস ও শাহানাজ খুশীর ছেলে। ছোট্ট বেলায় সৈয়দ শাকিলের নির্দেশনায়, বৃন্দাবন দাসের রচনায় ‘পাদুকা বিতান’ নাটকে প্রথম অভিনয় করেন। বড় বেলায় এসে শুধু বিশেষ বিশেষ দিবসে নাটকে অভিনয় করছেন সৌম্য। বলা যায় অভিনয়ে বেশ পরিপক্ব সৌম্য। নির্মাতারা তার অভিনয়ের ওপর আস্থা রাখতে শুরু করেছেন। আর আস্থা রাখারই কথা, কারণ যার অভিনয়ের অনুপ্রেরণা হুমায়ূন ফরীদি এবং যিনি বৃন্দাবন দাস-শাহানাজ খুশীর সন্তান তারতো রক্তেই অভিনয় খেলা করার কথা। হয়েছেও ঠিক তাই। সৌম্যর অভিনয় এরই মধ্যে দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছে বিভিন্ন নাটকে তার চমৎকার অভিনয়ের কারণে। আগামীকাল বিজয় দিবসে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য বিটিভির প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বিজয় চিহ্ন’। এতে শুভ চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি এবং জেরিন চরিত্রে অভিনয় করেছেন নাইরুজ সিফাত। এরই মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক এই নাটকটির নির্মাণকাজ শেষও হয়েছে। আগামীকাল বিজয় দিবসের দিন রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে নাটকটি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সৌম্য জ্যোতি বলেন,‘ এই ধরনের একটি নাটকে অভিনয়ের ইচ্ছে ছিল আমার অনেক আগে থেকেই। বিজয় চিহ্নতে অভিনয়ের মধ্য দিয়ে আমার সেই ইচ্ছে পূরণ হলো। এই নাটকে অভিনয় করার সময় অনেক আবেগ দিয়ে অভিনয় করতে হয়েছে। সবাই বেশ সহযোগিতা করেছেন। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ জানা যায় মুনতাসির মামুনের ‘পরাজিত পাকিস্তানি জেনারেলদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ’ গ্রন্থসূত্রে অনুপ্রাণিত হয়ে ‘বিজয় চিহ্ন’ নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাইরুজ সিফাত বলেন,‘ এই ধরনের একটি কাজে অভিনয়ে সম্পৃক্ত হয়ে ভীষণ ভালোলাগা কাজ করছে।

 


আরো সংবাদ



premium cement