২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

  ছন্দার অর্জন

-

বাংলাদেশের প্লে-ব্যাক সম্রাট অ্যান্ডুু কিশোরের অসুস্থতার খবর কষ্ট দিয়েছে তার পরিবারের সদস্যদের, তার কোটি কোটি ভক্তদের। তবে এই সম্রাটের অসুস্থতায় যে মানুষটি বুকের ভেতর প্রচণ্ড। কষ্ট অনুভব করছেন তিনি হচ্ছেন সঙ্গীতশিল্পী ছন্দা ইসলাম। কারণ বিগত চার বছর ধরে তিনি অ্যান্ডু কিশোরের সাথে দেশের আনাচে কানাচে নানান স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেছেন। ছন্দার ভাষ্য মতে তিনি অতি সাধারণ একজন সঙ্গীতশিল্পী। চাইলেই সিঙ্গাপুর গিয়ে শিল্পীর সাথে দেখা করা সম্ভব নয়। কিন্তু তারপরও প্রতিনিয়ত তিনি অ্যান্ড্রু কিশোরের স্ত্রীর সাথে যোগাযোগ রাখছেন। তার খবরাখবর নিচ্ছেন। ছন্দা মনে প্রাণে দোয়া করেন খুউব দ্রুত সুস্থ হয়ে যেন অ্যান্ড্রু কিশোর দেশে ফিরে আসেন। সবার প্রতি তার বিনীত অনুরোধও করেছেন তার পাশে দাঁড়ানোর। ছন্দা বলেন, ‘আমার পপ্রল বিশ্বাস দাদা নিশ্চয়ই আবার সুস্থ হয়ে দেশে ফিরবেন। দাদার সাথে আমি আবারো মঞ্চে গান গাইবো। সত্যি বলতে কী আমার বাবা নেই। আমার বাবার পর যে মানুষটিকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি তিনি দাদা। তাই দাদার জন্য সব সময়ই আমি দোয়া করি।’ এদিকে আজ ছন্দার জন্মদিন। একেবারেই ঘরোয়াভাবে দিনটি উদযাপন করবেন তিনি। ছন্দার গ্রামের বাড়ি সাতক্ষীরা। একজন অ্যান্ড্রু কিশোর ছাড়াও তিনি বিভিন্ন সময়ে বাদশা বুলবুল, মনির খান, শুভ্র দেব, আতিক হাসান, পলাশ, ফকির শাহাবুদ্দিনসহ আরো অনেক শিল্পীর সাথে একই মঞ্চে গান গেয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন। মূলত ছন্দা স্টেজ শোতেই গান গেয়ে থাকেন। তার গানের গুরু সাতক্ষীরার এসকে শহীদুল ইসলাম। কিছুদিন বশীর উদ্দিনের কাছেও গানে তালিম নিয়েছেন। ছন্দা জানান তার গানের অনুপ্রেরণা তারই মা। ছন্দা বলেন, ‘আমার মাকে অনুপ্রেরণা হিসেবে নিয়েই আমি আজো গান গেয়ে চলেছি। আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুন্দর একটি কণ্ঠ দিয়েছেন, শ্রোতা দর্শককের মনে আনন্দ দেয়ার জন্য গাইতে পারছি।’


আরো সংবাদ



premium cement
ফরিদপুরে নিহতদের বাড়ি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী টিকটকে ভিডিও দেখে পুরস্কার, প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে: পাটমন্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২

সকল