২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

চিত্রা সিংয়ের গান এবার লুইপার কণ্ঠে

-

বগুড়ার মেয়ে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজেন্মর অন্যতম নন্দিত কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা খুব ছোটবেলা থেকেই বাংলাদেশের প্রতিথযশা সঙ্গীতশিল্পীসহ ভারতের বিখ্যাত শিল্পীদের গানও নিয়মিত শুনতেন। তাদের সেই গান শুনতে শুনতেই তাদের গানের প্রতি এক ধরনের ভালোলাগা, ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। ঠিক তেমনি একজন শিল্পী চিত্রা সিংহ। প্রখ্যাত এই শিল্পীর গান এবার নিজের কণ্ঠে তুলে শ্রোতা দর্শককে উপহার দিলেন লুইপা। চিত্রা সিংয়ের বহুল জনপ্রিয় গান ‘আমার চোখের জলের মাঝে’ গানটি সেলন মিউজিক লাউঞ্জের ইউটিউব চ্যানেলে গত রোববার প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পরপরই লুইপা তার অনবদ্য গায়কীর জন্য প্রশংসায় ভাসছেন। লুইপার গায়কী সব সময়ই শ্রোতা দর্শককে মুগ্ধ করে। এই গানে তার গায়কীর মুগ্ধতা যেন আরো বেশি ভালোলাগায় রূপান্তরিত করেছে দর্শক শ্রোতাদের। গানটি লিখেছেন পুলক ব্যানার্জি, সুর জগজিৎ সিং। গানটির রি-অ্যারেঞ্জম্যান্ট করেছেন পার্থ বড়–য়া। গানটি প্রসঙ্গে লুইপা বলেন, ‘গানটি গাওয়ার জন্য শ্রদ্ধেয় পার্থ বুড়য়া দাদা যখন আমাকে প্রস্তাব দিয়েছিলেন তখন গানটি গাওয়াতে কোনো দ্বিমত ছিল না। আমি শুরু থেকেই সেলন মিউজিক লাউঞ্জের গানগুলো নিয়মিত শুনি। ভীষণ ভালো লাগে। তাই এই আয়োজনে গান গাওয়ার প্রস্তাবটা সানন্দে লুফে নেই। যদিও শ্রদ্ধেয় চিত্রা সিংয়ের এই গানটি কখনোই গাওয়া হয়ে উঠেনি। কিন্তু যতটুকু গাইতে পেরেছি ততটুকুও হয়তো গাওয়া হয়ে উঠতো না যদি না পার্থ দাদা সহযোগিতা না করতেন, অনুপ্রেরণা না দিতেন। দাদার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে শ্রোতা দর্শকের প্রতিও, কারণ তারা গানটি পছন্দ করছেন।’ লুইপা জানান গানটি প্রকাশের প্রথম দিন থেকেই তিনি বেশ সাড়া পাচ্ছেন। এর আগে বেগম আখতার, কনকচাঁপার গান কাভার সং হিসেবে গেয়েছিলেন। বড় বড় শিল্পীদের গান গাইতে এই প্রজন্মের শিল্পীদের ভীষণ সাহসের প্রয়োজন হয়। এই সাহসটা বা আত্মবিশ^াসটা কোত্থেকে আসে? জবাবে লুইপা বলেন, ‘সত্যি বলতে কী গুণী শিল্পীদের গান ছোটবেলা থেকে এত বেশি শুনেছি সেসব গানের প্রতি এক ধরনের ভালোলাগা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। তাই যখন তাদের গান করি তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আমার মতো গাওয়ার চেষ্টা করি।’ উল্লেখ্য লুইপা বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন। আজ তিনি ময়মনসিংহে একটি স্টেজ শোতে অংশ নেবেন। আগামী ১২ ডিসেম্বর টাঙ্গাইল শহরে, ১৩ ডিসেম্বর ঢাকাতে, ১৪ ডিসেম্বর কুয়াকাটায়, ১৬ ডিসেম্বর টাঙ্গাইলের সখিপুরে, ১৯ ডিসেম্বর রাজশাহীতে এবং ২১ ডিসেম্বর ঢাকাতে স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকবেন।
ছবি : গোলাম সাব্বির


আরো সংবাদ



premium cement