২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফরিদুর রেজা সাগরের গল্পে বিজয় দিবসের নাটক স্বপ্নের বাড়ি

-

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘বাড়ি’ সিক্যুয়েলে এবার নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের নাটক ‘স্বপ্নের বাড়ি’। নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। ‘বাড়ি’ সিক্যুয়েলের এটি ১৪তম নাটক। ১ ঘণ্টার এ নাটক নির্মাণ সম্পর্কে অরুণ চৌধুরী বলেন, প্রতি বছর বিজয় দিবস এলে চ্যানেল আই-এর জন্য আমি বিশেষ নাটক নির্মাণ করি। এটি ২০১২ সাল থেকে নিয়মে দাঁড়িয়েছে। এবারের নাটকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আবদুল্লাহ রানা, রুনা খান, কে এস ফিরোজকে। নাটকের গল্পে দেখা যাবে ঢাকা শহরের একটি বাড়ি বিক্রির উদ্যোগ নেয় বাড়ির মালিক। সেই উদ্যোগে বাদ সাধল একমাত্র মেয়ে। তার সাথে তৃতীয় প্রজন্ম নাতনী প্রবল আপত্তি তোলে। কাহিনী শুরু এখানেই...। এ নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে ১৬ ডিসেম্বর রাত ৮টায়।

 


আরো সংবাদ



premium cement