২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইউসুফের ‘ওয়াই বিটস’র যাত্রা শুরু, সাথে মডেল সুমি

-

ইউসুফ আহমেদ খান ওস্তাদ ইয়াকুব আলী খানের সুযোগ্য উত্তরসূরি। যদিও বা একটি রিয়েলিটি শো’ দিয়ে সঙ্গীতাঙ্গনে তার পরিচিতি নিয়ে যাত্রা শুরু কিন্তু সেই প্লাটফর্মের ঘরানায় নিজেকে ব্যস্ত না করে তোলে নিজস্ব ঘরানার গায়কী দিয়েই তিনি দর্শক শ্রোতার মন জয় করে নিয়েছেন। ইউসুফ আহমেদ খানের গায়কীর এবং তার ভরাট কণ্ঠের আলাদা শ্রোতা-দর্শকই আছেন। যে কারণে বছরজুড়েই স্টেজ শোতে ইউসুফের ব্যস্ততা থাকে। শুধু তা-ই নয়, টিভি শোগুলোতেও ইউসুফ আহমেদের গান নিয়ে উপস্থিতি দর্শক শ্রোতাকে মুগ্ধ করে। এবারই প্রথম ইউসুফ তার নিজের জন্য একটি ইউটিউব চ্যানেলে খুললেন। তার চ্যানেলটির নাম ‘ওয়াই বিটস’। গেল মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরে তার নিজের বাসাতেই গড়ে তোলা স্টুডিওতে এই চ্যানেলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যাত্রা শুরুর অনুষ্ঠানে তার বাবা ওস্তাদ ইয়াকুব আলী, তার মা, সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার, ইউসুফের স্ত্রী লাসমি, ইউসুফের ছোট দুই ভাই বোনসহ সঙ্গীত সংশ্লিষ্ট আরো অনেকেই উপস্থিত ছিলেন। ইউসুফের প্রথম মৌলিক মিউজিক ভিডিও ‘অলস সময়’র প্রকাশনার মধ্য দিয়ে ‘ওয়াই বিটস’র যাত্রা শুরু হয়। ‘অলস সময়’ গানটি লিখেছেন এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাখাওয়াত হোসেন মারুফ। সুর ও কণ্ঠ দিয়েছেন ইউসুফ। সঙ্গীতায়োজন করেছেন তানভীর দাউদ রনি। গানটির হামিং অংশে কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা। গানটিতে মডেল হিসেবে আছেন নাহিদা আফরোজ সুমি। নিজের ইউটিউব চ্যানেলের যাত্রা প্রসঙ্গে ইউসুফ আহমেদ খান বলেন, ‘আমার আজকের অবস্থানের নেপথ্যে আমার বাবা-মায়ের অবদান তো ছিলই, তারপরে যাদের অবদান তাদের মধ্যে অন্যতম দিঠি আপা, যার কথা বলে বোঝাতে পারব না। এ ছাড়াও আঁখি আপা, রুমানা আপা, আজমেরি আপা, ফাহিম ভাই, মারুফ ভাই, রনি ভাই, সালেকিন ভাই, রেজওয়ান ভাইসহ বড়-ভাই বোনেরা আমাকে বুকে আগলে রেখেছেন, তারা সহ আমাদের দেশের বরেণ্য মিউজিক ডিরেক্টর এবং বরেণ্য মিউজিসিয়ান প্রত্যেকেই তাদের আশীর্বাদে রেখেছেন আমায়। সবার অবদানেই আজকের ইউসুফ, ইউসুফ নিজে একা কিছুই নয়, বরং সবার আশার প্রতিচ্ছবি।’


আরো সংবাদ



premium cement