১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

দুই দশক পেরিয়ে ইবরার টিপু

-

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে নিজের মেধা, যোগ্যতা ও নিজের গায়কী দিয়ে একজন নির্ভরযোগ্য সঙ্গীত পরিচালক এবং একজন সফল সঙ্গীতশিল্পীতে পরিণত হয়েছেন ইবরার টিপু। আজ ১৯৯৭ সালের ৪ জানুয়ারি তার সুর করা প্রথম গান কণ্ঠে তুলে নিয়েছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল। একই বছরে সোহেল আরমানের লেখা নিজের সুর করা ‘আজ আমার কী হলো’ গানটি প্রথম কণ্ঠে তুলে নেন। ‘তুমি আমার স্বামী’ সিনেমায় কবির বকুলের লেখা ও নিজের সুরে সামিনা চৌধুরীর সঙ্গে প্রথম প্লে-ব্যাক করেন ইবরার টিপু। এর পরের জার্নিটা টিপুর অনেকটাই সফলেরই বলা চলে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সঙ্গীতাঙ্গনে একজন সফল সঙ্গীত পরিচালক হিসেবে যেমন প্রশংসিত হয়েছেন ঠিক তেমনি একজন সঙ্গীতশিল্পী হিসেবেও পেয়েছেন খ্যাতি। তবে বর্তমানে ইবরার টিপু একজন সঙ্গীত পরিচালক হিসেবেই কাজ করছেন বেশি। পাশাপাশি নিজের কন্ঠ’কে যে গানের জন্য মানানসই কিংবা যে গানের জন্য তার কণ্ঠটি অপরিহার্য শুধু সেই গানেই তিনি কণ্ঠ দিচ্ছেন। ইবরার টিপু বতর্মানে সুর সঙ্গীতের খেলা নিয়েই বেশি ব্যস্ত আছেন। এরই মধ্যে তিনি রুলীন রহমানের নতুন ধারাবাহিক ‘মায়ার বাঁধন’ সিনেমার টাইটেল সংর কাজ সম্পন্ন করেছেন। তবে গানটিতে কে কণ্ঠ দিবেন তা এখনো চূড়ান্ত হয়নি। গানটি লিখেছেন রুলীন রহমান নিজেই। দুবাইতে অনুষ্ঠিতব্য ‘টি টেন টুর্নামেন্ট’-এর থিম সংর সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। গানটি লিখেছেন কবির বকুল। গেয়েছেন টিপু ও বিন্দু কণা। এ ছাড়াও গতকালই বিপিএলের থিম সংর কাজটি হাতে পেয়েছেন তিনি। তবে গানটিতে কে কন্ঠ দিবেন তা এখনো চূড়ান্ত হয়নি। জামাল হোসেনের লেখা কয়েকটি গানের কাজ করছেন তিনি। একটিতে কন্ঠ দিবেন তাহসান এবং তিনটি গানে কন্ঠ দিবেন বিন্দু কণা। এ ছাড়াও সাংবাদিক মোল্লা জালালের লেখা ১০টি গান নিয়েও কাজ করছেন তিনি। এরই মধ্যে দু’টি গানে কণ্ঠ দিয়েছেন বিন্দু কণা। বাকি আটটি গানের কাজ শিগগিরই শেষ করবেন তিনি। এদিকে আজ সকাল থেকে টানা বেশ কয়েকঘন্টা ম্যাজিক বাউলিয়ানা ২০১৯-এর গ্রমিং জাজ হিসেবে কাজ করবেন। বাকিটা সময় কাটাবেন তিনি পরিবারের সাথে। কারণ আজ টিপুর জন্মদিন।


আরো সংবাদ



premium cement