১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ব্যান্ড ফেস্টে তারুণ্যের উপচে পড়া ঢল

-

চ্যানেল আই প্রাঙ্গণে দিনভর অনুষ্ঠিত ষষ্ঠ ব্যান্ড ফেস্টে তারুণ্যের উপচে পড়া ঢল নেমেছিল। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনভর মাতিয়েছে চ্যানেল আই প্রাঙ্গণ। এ ব্যান্ড ফেস্টের উদ্যোক্তা ছিলেন কিংবদন্তি ব্যান্ড সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু। যার হাত ধরে চ্যানেল আই চত্বরে পাঁচ বছর আগে শুরু হয়েছিল এ ব্যান্ড ফেস্ট। ১ ডিসেম্বর বেলা ১১টা ৫ মিনিটে তথ্যপ্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং ইমপ্রেস গ্রুপের পরিচালক মুকিত মজুমদার, সঙ্গীতশিল্পী ড. অরূপ রতম চৌধুরী, ফকীর আলমগীর, শাহীন সামাদ উপস্থিত থেকে ব্যান্ড ফেস্টের উদ্বোধন করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্বপ্ন-এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, ইয়ামাহার নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, নন্দন গ্রুপের চেয়ারম্যান বিল্লাল হক, নন্দন গ্রুপের সিইও লে. ক. (অব:) তুষার বিন ইউনুস এবং সিএমএমই-এর বাণিজ্যিক সম্পৃক্তকরণ শাখার মির্জা জান্নাতুল ফেরদৌস তিথিসহ এবারে পারফরম্যান্সকৃত ১৮টি ব্যান্ড দলের সদস্যরা। এরপর ব্যান্ড এলআরবির সদস্যরা পারফর্ম করেছেন। তরুণ ব্যান্ডদলের শিল্পীরা দিনভর মাতিয়েছে চ্যানেল আই প্রাঙ্গণ। বিকেল থেকে মঞ্চ মাতিয়েছে টিপু, এসআই টুটুল, রাহুল আনন্দ, বাপ্পা মজুমদার, হাসান প্রমুখ। এবারের ব্যান্ড ফেস্টে সমাপ্তি হয় সন্ধ্যা ৭টায়। এবারের ব্যান্ড ফেস্ট নিবেদন করেছে স্বপ্ন ও ইয়ামাহা। পাওয়ার্ড বাই নন্দন। এবারের ব্যান্ড ফেস্টে ঘোষণা করা হয়েছে আগামী বছর থেকে আইয়ুব বাচ্চু স্মরণে ব্যান্ড ফেস্ট-এ একটি ব্যান্ড দলকে সম্মাননা জানানো হবে। সেটি নতুন কিংবা খ্যাতিমান ব্যান্ডদলও হতে পারে। এ সম্মাননা প্রদান করা হবে সে বছরের সেই ব্যান্ডদলের কার্যক্রমের ওপর ভিত্তি করে।


আরো সংবাদ



premium cement