২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

এক বছর পর মিতালী-তপন

-

বাংলাদেশের গর্ব ও ভারতের গজল সম্রাজ্ঞী মিতালি মুখার্জি ও বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী তপন চৌধুরী এক বছর পর একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করলেন। দেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের ১৭তম অধিবেশনে গেলো শনিবার রাতে তারা দু’জন সঙ্গীত পরিবেশন করেন। রাত ৮টার পর প্রথম মঞ্চে ওঠেন সঙ্গীতশিল্পী তপন চৌধুরী। তিনি একে একে দেবদাস, পলাশ ফুটেছে, সুবীর নন্দীর জন্মদিন থাকায় তার বন্ধু হতে চেয়ে তোমার, মন শুধু মন ছুঁয়েছে, তুমি আমার প্রথম সকালসহ বেশকিছু গান পরিবেশন করেন। দু’টি গানে তপন চৌধুরীর সাথে দ্বৈতকণ্ঠে পরিবেশন করেন দিনাত জাহান মুন্নী। তপন চৌধুরীর কণ্ঠে তারই বহুল জনপ্রিয় গানগুলো শ্রোতা দর্শককে যেন পুরনো সেই দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায়। তপন চৌধুরীর পরিবেশনার পরপরই রাত ৯টার পর মঞ্চে ওঠেন মিতালী মুখার্জি। মঞ্চে উঠেই তিনি প্রথম ‘পুরানো সেই দিনের কথা’ গানটি পরিবেশন করেন। রাজধানীর ঢাকা ইন্টার কন্টিনেন্টাল মিলনায়তন ভর্তি দর্শকেরা এই গানে মিতালী মুখার্জির সাথে গেয়ে ওঠেন। সবার মুখে মুখে এই গান শুনে মুগ্ধ হন মিতালী মুখার্জি। এরপর মিতালী মুখার্জি তার বহু জনপ্রিয় গান ‘হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি’ গানটি পরিবেশন করেন। তার গায়কীতে মুগ্ধ হন শ্রোতারা। এরপর মিতালী মুখার্জি একে একে পরিবেশন করেন যেটুকু সময় তুমি থাকো পাশে, ওগো সাগর, এই দুনিয়া এখনতো আর, জীবন নামের রেলগাড়িটা, তোমার চন্দনা মরে গেছে, সাধের লাউ বানাইল মোরে বৈরাগীসহ আরো বেশ কিছু গান। মিতালী মুখার্জির গানে বুঁদ হয়েছিলেন শ্রোতা দর্শক। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও মিতালী মুখার্জি বেশ আগ্রহ নিয়েই গান পরিবেশন করছিলেন। আবারো ঢাকায় সঙ্গীত পরিবেশন করা প্রসঙ্গে মিতালী মুখার্জি বলেন, ‘যখনই বাংলাদেশে ফিরে আসি তখনই মনে হয় আমি আমার স্মৃতিতে ফিরে আসছি, আমার শেকড়ে আসছি। বারবারই আমি ঈশ^রের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি, কারণ যখন গান শিখেছি, গান গেয়েছি তখন বুঝতে পারিনি এত জনপ্রিয়তা পাবো, সবার এত ভালোবাসা পাব। এটা সত্যিই ঈশ^রের আশীর্বাদ। অল্প সময়ের জন্যও দেশের মাটিতে এলে মনে ভেতর ভীষণ আনন্দ কাজ করে এই ভেবে যে আর কিছু দিন পরই হয়তো আবার আসব। সেই অপেক্ষায় মনের ভেতর একটা সুখ কাজ করে।’ তপন চৌধুরী বলেন, ‘মিতালী মুখার্জি দিদি এমনই একজন সঙ্গীতশিল্পী যিনি এখনো নিজের ভেতরের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে গান করেন। তার সাথে এখনো একই মঞ্চে গাইতে অবশ্যই ভালোলাগে আমার। যদিওবা আমরা এবার আমাদের কোনো দ্বৈত গান মঞ্চে গাইতে পারিনি। কিন্তু তার পরও একসাথে সময় কাটিয়েছি, গল্প করেছি এটাও অনেক ভালোলাগার বিষয়।’ তারা প্রথম একসাথে গান করেন ‘দিনে কী রাতে সাজ প্রভাতে তোমারই আছি এই তো’ গানটি।

 


আরো সংবাদ



premium cement
বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় বরিশালে সালাতুল ইসতিসকার আদায় অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা আল্লাহর রহমত কামনায় সকলকে সিজদাহ অবনত হতে হবে-মাওলানা দেলোয়ার হোসাইন কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা ভাঙ্গায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

সকল