২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শুভ জন্মদিন সুবর্ণা মুস্তাফা

-

টিভি নাটকের এ যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সুবর্ণা মুস্তাফা অভিনীত প্রথম কমার্শিয়াল সিনেমা ছিল কাজী জহিরের ‘নতুন বউ’। এই সিনেমায় তিনি নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। প্রথম কমার্শিয়াল সিনেমায় অভিনয় করেই সুবর্ণা মুস্তাফা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। কিন্তু নাম-ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ পাশর্^ চরিত্রের জন্য সেই পুরস্কার তখন গ্রহণ করেননি সুবর্ণা মুস্তাফা। বহু বছর পরে হলেও সুবর্ণা মুস্তাফা অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহিন বালুচর’ সিনেমাতে শ্রেষ্ঠ পাশর্^ চরিত্রাভিনেত্রী হিসেবে। আগামী ৮ ডিসেম্বর সুবর্ণা মুস্তাফা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এই পুরস্কার গ্রহণ করবেন। বদরুল আনাম সৌদ পরিচালিত গহিন বালুচর সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন,‘আমাদের এই সিনেমাটি সাতটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। বিষয়টি নিঃসন্দেহে অনেক আনন্দের, ভালোলাগার। কিন্তু আমার প্রত্যাশা ছিল সঙ্গীত পরিচালক হিসেবে ইমন সাহা, সঙ্গীতশিল্পী হিসেবে বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নী এবং খল অভিনেতা হিসেবে জিতু আহসানও পুরস্কৃত হবে। তার পরও যা হয়েছে আমরা সন্তুষ্ট। পুরো গহিন বালুচর টিম ভীষণ খুশি। দর্শকের প্রতি আমরা কৃতজ্ঞ তারা আমাদের সিনেমাটি উপভোগ করেছেন এখনো প্রতিনিয়ত তারা ইউটিউবে সিনেমাটি উপভোগ করছেন। যার সাড়া পাচ্ছি আমরা প্রতিনিয়ত।’ এ দিকে আজ সুবর্ণা মুস্তাফার জন্মদিন। জন্মদিন প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘আমার কাছে সব কাজই কাজ, সব দিনই দিন। একটির জন্য অন্য টিকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। খুবই কাছের যারা তারাই দিনটিকে বিশেষভাবে উদযাপিত করেন। এটাই আমার কাছে ভীষণ ভালোলাগার। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন।’ সুবর্ণা মুস্তাফা বর্তমানে বদরুল আনাম সৌদের নির্দেশনায় বিটিভিতে প্রচার চলতি ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। ‘সুরুজ মিঞা’, ‘শঙ্খনীল কারাগার’, ‘রাক্ষস’, ‘কমান্ডার’, ‘অপহরণ’, ‘স্ত্রী’, ‘দূরত্ব’ ইত্যাদি।


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল