১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দিঠির একক সন্ধ্যায় মুগ্ধ শ্রোতা দর্শক

-

প্রতিষ্ঠার ৪৪ বছর উপলেক্ষ ‘আমরা সূর্যমুখী’ উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ারের একক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে গেল শনিবার বিকেলে। রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আ আ ম স আরিফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন গীতিকবি, প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, বিশিষ্ট নৃত্যশিল্পী, অভিনেত্রী লায়লা হাসান, মুক্তিযোদ্ধা সঙ্গীতশিল্পী শাহীন সামাদ ও গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন আমরা সূর্যমুখীর নির্বাহী পরিচালক সেলিম। উপস্থাপনা করেন রূপশ্রী চক্রবর্তী। অনুষ্ঠানের শুরু হয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বৃক্ততার মধ্য দিয়ে। সবাই দিঠির সঙ্গীত সাধনা এবং তার গায়কীর প্রশংসা করেন। আ আ ম স আরিফিন সিদ্দিক বলেন, ‘গান সাধনার বিষয়। সাধনা ছাড়া গানে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। দিঠি আমাদের সবার শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে। বাবার সুযোগ্য উত্তরসূরি হয়েই নিজেকে গড়ে তোলার চেষ্টা করছে। এটা প্রশংসনীয় বিষয় নিঃসন্দেহে।’ লায়লা হাসান বলেন, ‘দিঠির ছোট্টবেলা থেকেই তাকে দেখে আসছি। গানের প্রতি তার এক অন্যরকম টান ছিল বলে একজন সঙ্গীতশিল্পী হিসেবেই প্রতিষ্ঠা পেয়েছে। আমার আশীর্বাদ রইল আগামী দিনেও যেন দিঠি গানে গানে সবার মন ভরিয়ে দিতে পারে।’ অতিথিদের বক্তৃতা শেষে সঙ্গীত পরিবেশনের জন্য মঞ্চে ওঠেন দিঠি আনোয়ার। মঞ্চে উঠে শুরুতেই পরিবেশন করেন ‘মাগো আজ তোমাকে ঘুম পাড়ানির মাসি হতে দেবো না’। প্রথম গান দিয়েই হলভর্তি শ্রোতা দর্শকের মন ভরিয়ে দেন দিঠি আনোয়ার। ‘তোমাকে চাই আমি আরো কাছে’। প্রতিটি গানে দিঠি তার অসাধারণ গায়কী দিয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করেন। শেষ গান পর্যন্ত হলভর্তি দর্শক তার গান মুগ্ধ হয়ে উপভোগ করেন। অবশ্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে সঙ্গীতশিল্পী ইউসুফ ও অপু আমানকে মঞ্চে ডেকে নিয়ে যান দিঠি।


আরো সংবাদ



premium cement