২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

টয়ার ‘সাইলেন্ট প্রপোজ’

-

মুমতাহিনা চৌধুরী টয়া, এই প্রজন্মের নন্দিত অভিনেত্রী। আজ থেকে আট বছর আগে অভিনয়কে ভালোবেসে অভিনয়কেই পেশা হিসেবে নিয়ে মিডিয়াতে তার যাত্রা শুরু হয়। ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন তিনি। কিন্তু তারপরও নিজের অভিনয় নিয়ে নিজে সন্তুষ্ট নন তিনি। নিজের অভিনয়কে আরো একটু ঝালাই করে নিতে বিগত এক মাস টয়া ভারতের প্রখ্যাত অভিনেতা অনুপম খেরের অ্যাক্টিং স্কুল অনুপম খেরস অ্যাক্টও প্রিপেয়ার্সয়ে অভিনয়ে প্রশিক্ষণ নিয়েছেন। আর সেখান থেকে নিজের অভিনয়কে আরো কিছুটা সমৃদ্ধ করে দেশে ফিরেই তিনি মিলাদ বড় ভূঁইয়ার রচনা ও পরিচালনায় ‘সাইলেন্ট প্রপোজ’ নাটকে অভিনয় করেছেন। এই নাটকে টয়া ইলা নামের একজন বাকপ্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেছেন। টয়ার ভাষ্যমতে মূলত তাকে ঘিরেই নাটকের গল্প আবর্তিত হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মুমতাহিনা চৌধুরী টয়া বলেন,‘ যেহেতু এই টিমটির সাথে এর আগে আমার কাজ করা হয়নি, তাই আমাকে বুঝে শুনেই কাজ করতে হয়েছে। তবে নির্মাতা তার কাজের প্রতি ভীষণ আন্তরিক ছিলেন। যেহেতু তিনি নিজেই নাটকটির রচয়িতা তাই তার গল্প ভাবনাটা মাথায় নিয়েই তার নিজের মতো করেই নাটকটি ভালোভাবে নির্মাণের চেষ্টা করেছেন। একজন নির্মাতা সব সময়ই চেষ্টা করেন তার কাজটি যেন ভালো হয়, মিলাদ ভাইয়ের ক্ষেত্রেও ব্যতিক্রম দেখিনি। গল্পটাতে যেহেতু নতুনত্ব আছে, তাই আশা করা যায় নাটকটি দর্শকের ভালোলাগবে।’ আগামী বিজয়ের মাসে এটিএন বাংলায় নাটকটি প্রচার হবে বলে জানান টয়া। এদিকে অনুপম খেরের অ্যাক্টিং স্কুল থেকে ফেরার পর একটু বুঝেশুনেই কাজ করছেন টয়া। গতকাল শুক্রবার টায়া একটি রিয়েলিটি শোতে শো স্টপার হিসেবে অংশ নেন। আজ তিনি আরেকটি স্টেজ শোতে অংশ নিতে বগুড়ার উদ্দেশে রওনা হবেন।


আরো সংবাদ



premium cement

সকল