২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রুনা লায়লার জন্মদিনে গাইলেন তিন্নি, আনিসা, শাহীন ও মুগ্ধ

-

গত ১৭ নভেম্বর ছিল উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। তার জন্মদিনকে শ্রদ্ধা জানিয়ে অনন্যা রুমার প্রযোজনায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘আমার যত গান’ অনুষ্ঠানটি বিশেষভাবে উৎসর্গ করা হয় রুনা লায়লাকে। তাকে শ্রদ্ধা জানিয়েই মূলত ‘আমার যত গান’ অনুষ্ঠানটি সাজানো হয়। বেলা ৩টায় শুরু হওয়া অনুষ্ঠান বিকেল ৫টায় শেষ হয়। অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীত পরিবেশন করেন সেরা কণ্ঠ খ্যাত সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি। শুরুতেই তিনি রাজ্জাক-ববিতা অভিনীত ‘স্বরলিপি’ সিনেমায় রুনা লায়লার গাওয়া ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’ গানটি পরিবেশন করেন। এরপর তিনি একে একে আরো পরিবেশন করেন ‘শেষ করো না শুরুতে খেলা’,‘অনেক বৃষ্টি ঝরে’, ‘একা একা কেন ভালো লাগে না’ গানগুলো। অন্য দিকে সেরা কণ্ঠের আরেক শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আনিসা একে একে পরিবেশন করেন ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা’, ‘শিল্পী আমি তোমাদেরই গান শুনাব’, ‘যখন থামবে কোলাহল’ ও ‘বাড়ির মানুষ কই’ গানগুলো। রুনা লায়লা’র গাওয়া গানগুলো তিন্নি ও আনিসা তাদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়েই সুরে থেকে গাওয়ার চেষ্টা করেছেন। তিন্নি বলেন, ‘রুনা ম্যাডামের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে তারই গান গাইতে পারা ভীষণ সৌভাগ্যের ব্যাপার। ধন্যবাদ চ্যানেল আইকে এমন একটি সুযোগ দেয়ার জন্য। দোয়া করি ম্যাডাম সুস্থ থাকুন ভালো থাকুন।’ আনিসা বলেন, ‘অন্যান্য সময়ে রুনা ম্যাডামের গান গাওয়া আর তার জন্মদিনে তাকেই শ্রদ্ধা জানিয়ে গান গাওয়ার মধ্যে পার্থক্য আছে। আমি চেষ্টা করেছি সুরে থেকে গাইতে। আমি, আমরা এখনো প্রতিনিয়তি শিখছি। আমাদের ভুল ত্রুটিগুলো যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়।’ অন্য দিকে সেরা কণ্ঠখ্যাত শিল্পী শাহীন ও মুগ্ধ বশির আহমেদের গান, গীতিকার মাসুদ করিমের গান ও সুভাষ দত্তের গান পরিবেশন করেন। শাহীন পরিবেশন করেন চলে যায় যদি কেউ, সজনী গো ভালোবেসে এত জ্বালা, অনেক সাধের ময়না আমার, ডেকোনা আমারে তুমি ও শত্রু তুমি বন্ধু তুমি। অন্য দিকে মুগ্ধ পরিবেশন করেন যারে যাবি যদি যা, শোনা কথা শোনো, জানতাম যদি ও অথৈ জলে ডুবে। উল্লেখ্য, এর আগে তিন্নি, আনিসা, শাহীন ও মুগ্ধ কোনো অনুষ্ঠানে একসাথে সঙ্গীত পরিবেশন করেননি। এবারই প্রথম তারা একসাথে গান গাইলেন।
ছবি : আলিফ হোসেন রিফাত


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের লাশ দেশে ফিরেছে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে: ড. সুকোমল বড়ুয়া

সকল