২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নির্মাণেই আগ্রহ বেশি রাজিব সালেহীনের

-

রাজিব সালেহীন, এই প্রজন্মের একজন দর্শকপ্রিয় অভিনেতা, নির্মাতা। তবে দর্শক তাকে অভিনেতা হিসেবেই বেশি চেনেন, জানেন। অথচ এই রাজিবের মিডিয়াতে পথচলাটা শুরু হয়েছিল ২০০৫ সালে একজন নির্মাতা হিসেবে। সেই সময়ে তিনি ‘ঠিক বাড়ি নয় বাড়ির মতো’ তথ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে একজন নির্মাতা হিসেবে রাজিবের যাত্রা শুরু হয়। একসময় অভিনয়ও শুরু করেন তিনি। অভিনেতা হিসেবে গোলাম সোহরাব দোদুলের ‘সাতকাহন’সহ আরো বেশ কয়েকটি নাটকে অভিয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন রাজিব সালেহীন। তৌকীর আহমেদের নির্দেশনায় ‘বিহঙ্গ কথা’, ‘অসম’নাটক’সহ আরো বেশ কয়েকটি নাটকে অনবদ্য অভিনয় করে প্রশংসিত হন রাজিব সালেহীন। তবে তার সবসময়ই আগ্রহ প্রবল নির্মাণের দিকে। যে কারণে অভিনয়ের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ তার নির্মাণে। নির্মাতা হিসেবে শুরুর দিকে রাজিব বেশ কয়েকটি টিভি শোরও নির্মাণ কাজে সম্পৃক্ত ছিলেন। নাটক নির্মাণের পাশাপাশি রাজিব বিজ্ঞাপনও নির্মাণ করেছেন বেশ কয়েকটি। তার নির্মিত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেÑ ‘রেগে গেলেন তো হেরে গেলেন’, ‘কেউ কথা বলে না’। রাজিব বর্তমানে দু’টি ধারাবাহিকে অভিনয় করছেন। বিটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক বদরুল আনাম সৌদ পরিচালিত ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ও দীপ্ত টিভিতে প্রচার চলতি গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘ভালোবাসার আলো আঁধার’ নাটকে অভিনয় করছেন। রাজিব সালেহীন বলেন, ‘আমার সবসময়ই অভিনয়ের চেয়ে নির্মাণে আগ্রহ ছিল বেশি। আর এখন একটু অভিনয় কম সময় দিচ্ছি। কারণ সামনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নির্মাণ করব।


আরো সংবাদ



premium cement