২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

তিন যুগ ধরে সিনেমায় অভিনয়ে নানা শাহ্

-

সিনেমার পর্দায় কখনো তিনি নায়ক আবার কখনো  খলনায়ক, আবার কখনো তিনি পজিটিভ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পেয়েছেন গ্রহণযোগ্যতা। তিনি নানা শাহ। মূলত একজন খল অভিনেতা হিসেবেই তিনি পরিচিত। প্রয়াত শিবলী সাদিক পরিচালিত সালমান শাহ শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিলেন। তবে তারও আগে ১৯৮২ সালে প্রয়াত আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘মাটি ও মানুষ’ সিনেমায় চিত্রনায়িকা সায়মার বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করেন নানা শাহ। এরপর তিনি নায়করাজ রাজ্জাকের নির্দেশনায় ‘রাজা মিস্ত্রি’ সিনেমায় অভিনয় করেন। তবে পরবর্তীতে কী এক অজানা অভিমানে দীর্ঘ দিন অভিনয় থেকে দূরে থাকেন তিনি। অভিমানের বরফ গলার পর আবারো তিনি প্রয়াত হাছিবুল ইসলাম মিজান পরিচালিত ‘প্রেমের কসম’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ফেরেন অভিনয়ের দুনিয়ায়। এই সিনেমার নায়ক ছিলেন মাহফুজ আহমেদ, নায়িকা ছিলেন প্রয়াত অন্তরা। তবে একই সময়ে তিনি হাফিজ উদ্দিনের নির্দেশনায় ‘বাজিগর’ সিনেমায় অভিনয় শুরু করেন এবং ‘বাজিগর’ই প্রথম মুক্তি পায়। এরপর তিনি একে একে অভিনয় করেন ‘পৃথিবী আমারে চায়না’, ‘ অধিকার চাই’, ‘তুমি আমার ভালোবাসা’সহ আরো বেশ কিছু সিনেমায়। নানা শাহ্ বলেন, ‘আমার বাবা শাহে আলম ছিলেন একজন অভিনেতা। আবার আমার নানা শারফাস খানও ছিলেন মুম্বাইয়ের অভিনেতা। সেই ধারাবাহিকতায় আমর রক্তেও অভিনয়ে প্রতি টান। অভিনয়কে ভালোবেসেই অভিনয়ের দুনিয়ায় আছি আজো। এখনো ভালোবেসে অভিনয় করে যাচ্ছি। দর্শকের ভালোবাসা পেয়ে যাচ্ছি নিয়মিত। দর্শকের ভালোবাসার মাঝেই বাঁচতে চাই। দর্শকের ভালোবাসা যে স্বীকৃতি আমাকে দিয়েছে, তার কোনো তুলনা হয় না।’ নানা শাহ জানান, শিগগিরই তিনি একজন পরিচালকের দু’টি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। একটিতে তিনি নিজেই নায়ক এবং অন্যটিতে তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করবেন। আগামী ২৫ নভেম্বর থেকে তিনি প্রথমবারের মতো কাজী হায়াতের নির্দেশনায় ‘বীর’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। ছবি : আলিফ হোসেন রিফাত

 


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল