১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

লিজার ইউটিউব চ্যানেলের মাইলস্টোন পার

-

বাবা এবং ছোট ভাইয়ের সহযোগিতায় চলতি বছরের শুরুতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘লিজা’র যাত্রা শুরু করেন। এক বছর যেতে না যেতেই তার চ্যানেলটি গত বৃহস্পতিবার লিজার ইউটিউব চ্যানেলটির এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে। বিষয়টি নিয়ে লিজা যতটুকু না উচ্ছ্বসিত, আনন্দিত তার চেয়েও বেশি উচ্ছ্বসিত, আনন্দিত লিজার বাবা ও ছোট ভাই। কারণ লিজার এই ইউটিউব চ্যানেলটির জন্য লিজার পাশাপাশি তার বাবা ও ভাইও অনেক শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। লিজার ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত যেসব গান প্রকাশিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেÑ ‘এক বৃষ্টিতে’, ‘প্রাণজুড়ে’, ‘এক যমুনা’, ‘আসমানী’, ‘ভালোবাসি বলা হয়ে যাক’, ‘চাইনি এমন করে’, ‘বারোটি মাসে’, ‘পাগলী সুরাইয়া’, ‘যাবি কত দূরে’, ‘তারে দেখি আমি রোদ্দুরে’, ‘ওরে প্রিয়া’, ‘মনের আঙ্গিনা’ ইত্যাদি। নিজের চ্যানেলের এমন সাফল্যে লিজা বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে নিজের চ্যানেলের এমন সাফল্য এলো। তাই ভীষণ ভালোলাগা কাজ করছে নিজের ভেতর। তবে এটা সত্যি, আমি যতটা না খুশি, তার চেয়ে বেশি খুশি আমর আব্বু এবং ছোট ভাই। আম্মু তার অনুভূতি সহজে বোঝা না গেলেও যে ভীষণ খুশি তা তার কথাবার্তায় এবং চাল চলনেই প্রকাশ পায়। নিজের চ্যানেলের এই সাফল্যে আমি সবার প্রতি কৃতজ্ঞ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। এখন থেকে আমার চ্যানেলের জন্য আমি আরো নিয়মিত নিজের পছন্দ মতো গান আমার ভক্ত শ্রোতা দর্শকের জন্য তৈরি করব। নতুন অনেক ধরনের ভালোলাগার মতো কন্টেন্ট চ্যানেলটিতে দিতে পারব। আশা করি, সবাই আমার চ্যানেলটির সাথেই থাকবেন।’ এ দিকে নতুন চারটি গান তৈরি করছেন লিজা। যার মধ্যে দুটি দেশাত্মবোধক, একটি একটু ফাস্ট গান এবং আরেকটি হচ্ছে ইলেকট্রনিক ড্যান্স মিউজিক। ইলেকট্রনিক ড্যান্স মিউজিক করছে প্যাপিরাস। চারটি গানেরই মিউজিক ভিডিও নির্মাণ শেষে শিগগিরই লিজার ইউটিউব চ্যানেলেই প্রকাশ পাবে। এ দিকে কিছুদিন আগে লিজার একটি অপারেশন হয়েছে। এখন পুরোপুরি সুস্থ। স্টেজ শোতেও অংশ নিচ্ছেন তিনি। বেশ কিছু স্টেজ শোর জন্য কথাও চলছে ঢাকা ও ঢাকার বাইরে। এ দিকে লিজা এরই মধ্যে ‘অনেক কিছু’ নামে একটি মিউজিক্যাল ফিল্মের কাজ শেষ করেছেন।


আরো সংবাদ



premium cement