২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ফরিদা পারভীনকে ঘিরে বিউটির স্বপ্ন পূরণ

-

অভি মঈনুদ্দীন : বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের গর্ব জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী ফরিদা পারভীনকেই নিজের গানের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে ভাবেন এই প্রজন্মের লালন কন্যা। একজন সঙ্গীতশিল্পী হিসেবে পেশাদারিত্বের যাত্রা শুরুর পর থেকেই বিউটির স্বপ্ন ছিল ফরিদা পারভীনের সঙ্গে একই অনুষ্ঠানে গান গাওয়ার। কিন্তু দীর্ঘ এক যুগেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও সেই সুযোগ আসেনি। অবশেষে গেল রোববার বিউটির জীবনে সেই সুযোগ এলো। লালন শাহের ১২৯তম তিরোধান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘আরশী নগর’। এই অনুষ্ঠানেই ফরিদা পারভীনের সাথে একই অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পেলেন বিউটি। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় অনুষ্ঠানে ফরিদা পারভীন গেয়েছেন ‘সত্য বল সুপথে চল’ গানটি। বিউটি গেয়েছেন ‘ মানুষ গুরু নিষ্ঠা যার’। বিউটির ভাষ্যমতে বিউটি তার সঙ্গীতজীবনের এক স্মরণীয় সময় কাটিয়েছেন তিনি গেল রোববার। কারণ যার আদর্শকে মাথায় রেখে তিনি লালন গানে নিজেকে পূর্ণ করে তোলার চেষ্টা করছেন তার সাথে সময়টা কেটেছে জীবনের অন্যতম সময় হিসেবে। উচ্ছ্বসিত, আনন্দিত বিউটি বলেন,‘ যে গুণীজনের গান শুনে লালন সঙ্গীতের প্রতি আগ্রহী ও অনুপ্রাণিত হয়েছিলাম, সেই শ্রদ্ধেয় লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন ম্যাডামের সান্নিধ্য ও দোয়া লাভের মাধ্যমে যেন আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হয়েছে। ম্যাডাম যখন মাথায় হাত দিয়ে দোয়া করে বললেন, যে লালন শাঁইজি গানের মাধ্যমে যে মানবতার বাণী শুনিয়ে গেছেন তা মানুষের মধ্যে আরো বেশি করে পৌঁছে দেয়ার দায়িত্ব কিন্তু তোমাদের, তখন সত্যিই গর্বে আমার বুকটা ভরে গেছে। আমার ক্ষ্দ্রু এ সঙ্গীতজীবনে এর থেকে বড় পাওয়া আর কী বা হতে পারে।’ অনুষ্ঠানটি প্রসঙ্গে ফরিদা পারভীন বলেন, ‘প্রযোজক মাহবুবা ফেরদৌসকে বিশেষ ধন্যবাদ এমন চমৎকার এবং গোছান একটি অনুষ্ঠান আয়োজনের জন্য। আমরা একই ঘরানার শিল্পীরা বেশ সুন্দর সময় কাটিয়েছি। শ্রদ্ধার সাথে লালন শাঁইজিকে স্মরণ করেছি গানে গানে। নতুনদের মধ্যে বিউটি বেশ ভালো গেয়েছে। তার জন্য শুভ কামনা রইল।’ আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ টেলিভিশনে ‘আরশী নগর’ অনুষ্ঠানটি প্রচার হবে। এই অনুষ্ঠানে আরো যারা গেয়েছেন তারা হলেনÑ কিরণচন্দ্র রায় স্যার, চন্দনা মজুমদার, মিনা বড়ুয়া, মনির বাউলা, দিপ্তী রাজবংশী’সহ আরো অনেকে। এ দিকে আজ রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বিউটি নাগরিক টিভিতে লাইভ শোতে শুধু লালনসঙ্গীত পরিবেশন করবেন।

 


আরো সংবাদ



premium cement