২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

স্টেজ শোতে অপ্রতিদ্বন্দ্বী আঁখি আলমগীর

-

আঁখি আলমগীর এমনই একজন সঙ্গীতশিল্পী যার নাম স্টেজ শোতে সব সময়ই দর্শক শ্রোতাদের কাছে সবার আগে প্রাধান্য পেয়ে থাকে। দেখা যায় শোতে আঁখি আছেন সেই শোর সফলতা শতভাগ থাকে। আঁখি আলমগীর নেচে-গেয়ে শোকে এতটাই প্রাণবন্ত করে তোলেন যা দর্শক শ্রোতাদের কাছে স্মরণীয় হয়ে থাকে। তাই পরের স্টেজ শোতে তারা আঁখি আলমগীরকেই চেয়ে থাকে। ব্যক্তি আঁখি আলমগীর এতটাই ভালো মনের একজন মানুষ যা তার সমসাময়িক থেকে শুরু করে সিনিয়র-জুনিয়ররাও তাকে ভীষণ ভালোবাসে। তাই আঁখি আলমগীর পরবর্তী প্রজন্মের কাছেও এক অনুপ্রেরণার নাম, ভালোলাগার নাম। শুরু হয়ে গেছে স্টেজ মওসুম। আর স্টেজ মওসুম শুরু হওয়া মানেই হলো আঁখি আলমগীরের ব্যস্ততা বেড়ে যাওয়া। আঁখি আলমগীর জানানÑ ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ আরো বেশকিছু জায়গায় তাকে এরই মধ্যে স্টেজ শোতে অংশ নিতে হবে। গেল সপ্তাহে নেপালে একটি করপোরেট শোতে অংশ নিয়ে এসেছেন। শো শেষে নিজের মতো করে নেপালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। পেশাগতভাবে সঙ্গীত জীবনের শুরু থেকেই আঁখি আলমগীর স্টেজ শোতে সমান জনপ্রিয়তা এবং সমান ধারাবাহিক ব্যস্ততা নিয়েই সঙ্গীত ক্যারিয়ার অতিবাহিত করছেন। আঁখি আলমগীর প্রসঙ্গে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী লিজা বলেন, ‘আঁখি আপুকে নিয়ে বলার মতো আমি তেমন কেউ নই। তারপরও বলব, তার সবকিছুই ভীষণ ভালোলাগে। সি ইজ পারফেক্টলি পারফেক্ট।’ স্বপ্নীল সজীব বলেন, ‘আঁখি আলমগীর মানে এক উজ্জ্বল তারা, তা মঞ্চে উঠলে আলো ছড়ায়, হাসি ছড়ায় আর দর্শকের মনে দোলা দিয়ে যায়। সব ধরনের গানে তিনি অনবদ্য। আজীবন এমনই হাসি খুশিই যেন থাকেন এই ভালো মানুষটি।’ লুইপা বলেন, ‘একজন শ্রদ্ধেয় আঁখি আলমগীর নিজেই নিজের উপমা, নিজেই নিজের তুলনা। তিনি বাংলাদেশের একজন পারফেক্ট তারকা সঙ্গীতশিল্পী।’ আঁখি আলমগীর এরই মধ্যে দুটি নতুন গানের কাজ প্রায় শেষ করেছেন। একটি গান হলো ‘তন্বী তনুকা’। গানটি গাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং আলাউদ্দিন আলীর সুর করা। এর আগে গানটি গেয়েছিলেন তানভীর শাহীন। সেই গানটিই আঁখি নতুন করে গেয়েছেন। এ ছাড়াও আকাশ সেনের সুরে আরেকটি গান গেয়েছেন তিনি। নিজের ব্যস্ততা প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আমার সঙ্গীতময় জীবন নিয়ে বেশ ভালো আছি। স্টেজ মওসুম চলে আসায় ব্যস্ততা বেড়ে গেল। সবার দোয়ায় দুই যুগেরও বেশি সময় ধরে আমি একইরকমভাবে স্টেজ শোতে ব্যস্ত সময় কাটাচ্ছি। এটাও আল্লাহর রহমত। ব্যস্ততাই প্রাণবন্ত থাকার উপায়, তাই ব্যস্ততা আমি দারুণ উপভোগ করি, কোনো ক্লান্তি আসে না।’ আঁখির সর্বশেষ প্রকাশিত গান ‘ল্যায়লা’ যা ডিএমএস থেকে প্রকাশিত হয়। রুনা লায়লার সুরে আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘গল্প কথার ঐ কল্পলোকে’ গানটি গেয়ে দারুণ প্রশংসা পেয়েছেন আঁখি আলমগীর।
ছবি : গোলাম সাব্বির


আরো সংবাদ



premium cement