১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

সিনেমার গানে দিঠি আনোয়ার

-

বাংলাদেশের চলচ্চিত্রের গর্ব জীবন্ত কিংবদন্তি ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ারকে সিনেমার গানে খুব বেশি পাওয়া যায়নি। তবে তিনি যে ক’টি সিনেমাতে গান গেয়েছেন প্রতিটি গানই শ্রোতা দর্শককে মুগ্ধ করেছে। গেলো সপ্তাহে দিঠি আনোয়ার নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। নাদের চৌধুরী পরিচালিত ‘জিন’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন দিঠি। গানটি লিখেছেন তারই বাবা গাজী মাজহারুল আনোয়ার। গানের তথা হচ্ছে ‘নাই নাই নাই জিন ভূত নাই’। গানটির সুর-সঙ্গীত করেছেন আহমেদ কিসুল। এতে দিঠি আনোয়ারের সহশিল্পী হিসেবে আছেন ক্লোজআপ তারকা কিশোর। গানটি প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন,‘আমি সবসময়ই মেলোডি ঘরানার গান গাইতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু এর বাইরেও যে আমি একটু ভিন্ন ঘরানার গান গাইতে পারি তা এই গানটি নতুন করে স্বাক্ষর বহন করবে। মূলত আমার আব্বুর আগ্রহেই এই গানটি গাওয়া। আব্বুর আগ্রহ হচ্ছে দর্শক শ্রোতারা যেন জানতে পারে কিংবা বুঝতে পারে শুধু এক ধরনের গানেই আমি স্বাচ্ছন্দ্য নই। ভিন্ন ধরনের গানেও আমি বেশ মানিয়ে নিতে পারি। গানের কথা এবং সুর, সঙ্গীত এক কথায় অসাধারণ। কিশোরও চমৎকার গেয়েছে। আমার বিশ^াস গানটি শ্রোতা দর্শকের মন ছুঁয়ে যাবে।’ গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘উল্কা’ সিনেমায় দিঠি আনোয়ার প্রথম প্লে-ব্যাক করেন। গানটি প্রিয়দর্শিনী মৌসুমীর লিপে ব্যবহৃত হয়েছিল। পরে তিনি আরো বেশ কয়েকটি সিনেমায় প্লে-ব্যাক করেন। সর্বশেষ তিনি নারগিস আক্তারের ‘যৈবতী কইন্যার মন’ সিনেমায় সুজেয় শ্যাম’র সুর সঙ্গীতে প্লে-ব্যাক করেন। এতে তার সহশিল্পী ছিলেন অপু আমান। দিঠি আনোয়ার চ্যানেল আইয়ের নিয়মিত সঙ্গীতবিষয়ক অনুষ্ঠানে ‘পালকি’র উপস্থাপনা করছেন। দিঠি তার বাবার লেখা ‘দেবদাস’ গানটির কাজও শেষ করেছেন। গানটির সুর সঙ্গীত করেছেন আহমেদ কিসলু। ইউসুফ আহমেদ খান ও অপুর সাথেও তিনি দু’টি গানের কাজ শেষ করেছেন। ইউসুফের সাথে ‘হাত বাড়ালেই যদি’ গানটি লিখেছেন এবং সুর করেছেন সাখাওয়াত হোসেন মারুফ। অপুর সাথে ‘মধুর ক্যান্টিন’ গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর সঙ্গীত করেছেন অপু নিজেই।

 


আরো সংবাদ



premium cement
ঢাকা লিগে মোহামেডানকে হারাল শাইনপুকুর বিশাল ব্যবধানে ব্রাদার্স ইউনিয়নকে হারালো গাজী গ্রুপ চকরিয়ায় আধিপত্য বিস্তারে কুপিয়ে হত্যা আবারো বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আইএমএফ বুয়েটে নতুন ছাত্রকল্যাণ পরিচালক নিয়োগ পঞ্চগড়ে নৌকা ডুবে নিহতদের পরিবারের সাথে জামায়াত আমিরের সাক্ষাৎ সখীপুরে সাংবাদিকের ওপর হামলাকারী সেই আ'লীগ নেতা কারাগারে ফরিদপুরে দুর্ঘটনায় মা-ছেলে নিহত, আহত বাবা-মেয়ে দিরাইয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের পাঠ্যক্রম গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির বগুড়ায় পুলিশ পরিচয়ে ট্রাকভর্তি কলা ছিনতাই : গ্রেফতার ৪

সকল