২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

টানা তিন দিন স্টেজ শোতে নন্দিতা

-

সানজিদা মাহমুদ নন্দিতা, এই প্রজন্মের নন্দিত কণ্ঠশিল্পী। তার মিষ্টি আর সুরেলা কণ্ঠে যেকোনো গানই হয়ে উঠে শ্রোতা দর্শকের কাছে শ্রুতিমধুর। তার সমসাময়িককালে অন্যান্য শিল্পীর চেয়ে স্টেজ শোতে তার ব্যস্ততা একটু বেশিই বটে। গানই তার আরাধনা বলে গানের বাইরে নিজেকে আর কোনো কিছুতে ব্যস্ত করে তোলার ভাবনাও কখনো আসেনি তার। একটি রিয়েলিটি শো’ দিয়ে যদিও সঙ্গীতাঙ্গনে তার পেশাগত সম্পৃক্ততা কিন্তু তারপরও প্রতিযোগিতার এ বাজারে নিজের গায়কী দিয়েই তাকে একজন পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে হয়েছে। নন্দিতার অসাধারণ গায়কীর কারণেই বিশেষত রাজধানীর বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোতে তার উপস্থিতি চোখে পড়ার মতো। যে কারণে আজ থেকে টানা তিন দিন স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকবেন নন্দিতা। আজ তিনি বনানী ক্লাবে সঙ্গীত পরিবেশন করবেন। আবার আগামীকাল ঢাকা ক্লাবে এবং ২০ সেপ্টেম্বর লা মেরিডিয়ানে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। টানা তিন দিন স্টেজ শো শেষে ২১ সেপ্টেম্বর বেড়াতে যাবেন তিনি খাগড়াছড়ি। সেখান থেকে ফিরে আসবেন ২৪ সেপ্টেম্বর। ফিরে এসে আবারো স্টেজ শোতে সময় দেবেন। এ দিকে গতকাল দিনব্যাপী জিপির একটি ফটোশুটে অংশ নিয়েছেন নন্দিতা। নিজের বর্তমান ব্যস্ততা ও গানে তার আরাধনা প্রসঙ্গে নন্দিতা বলেন, ‘আমি সবসময়ই শুদ্ধ সুরে গান গাওয়ার চেষ্টা করি। বিগত কয়েক বছরে আমার গায়কীতে যারা মুগ্ধ হয়েছেন বা হচ্ছেন তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা। কারণ আমি জানি তারা আমার গায়কীর প্রতি মন থেকেই মুগ্ধ হয়ে আমার প্রতি ভালোবাসা প্রদর্শন করেন। শিল্পী হিসেবে এটাই আমার অর্জন। আমি গান করি আমার নিজস্ব আঙ্গিকেই। সেই আঙ্গিককে প্রাধান্য দিয়ে যারা আমাকে গান পরিবেশনের জন্য ঢাকা কিংবা ঢাকার বাইরে আহ্বান করেন তাদের প্রতিও শ্রদ্ধা। সত্যি বলতে কি আমি আমার ঘরানাতেই গান গেয়ে তৃপ্ত। তাতে যদি দর্শক শ্রোতা কমও হয় কষ্ট নেই আমার। শুদ্ধ সুরে নিজের মতো করেই গেয়ে যেতে চাই সারাটা জীবন।’ গেল ৬ সেপ্টেম্বর ছিল সালমান শাহের প্রয়াণ দিবসে। সে দিন তিনি নাগরিক টিভিকে কণ্ঠশিল্পী আগুনের সঙ্গে সরাসরি সঙ্গীত পরিবেশন করেন। এই অনুষ্ঠানে নন্দিতার গায়কী বেশ প্রশংসিত হয়। এ দিকে একটি নতুন সিনেমায় গান গাওয়ার কথা রয়েছে নন্দিতার। তবে সিনেমাটির গানের জন্য চূড়ান্ত ভয়েজ এখনো দেয়া হয়নি বলে সিনেমার নামটিও আপাতত প্রকাশ করা যাচ্ছে না।

 


আরো সংবাদ



premium cement
ঈদের ছুটিতে ঢাকায় কোনো সমস্যা হলে কল করুন ৯৯৯ নম্বরে : আইজিপি সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার ৬ দাবিতে উত্তাল বুয়েট, ক্লাস-পরীক্ষা বর্জন মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু আল-আকসায় কোনো ধরণের সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হলো তৃতীয় জুমআর জামাত ‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল

সকল