২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

লালন কন্যা বিউটির কণ্ঠে ‘সাঁইজি আমায় বলে দেরে’

-

এই প্রজন্মের লালন কন্যা বিউটি। সঙ্গীত জীবনের দীর্ঘদিনের পথচলায় অনেক মূলত তিনি লালন গীতি কিংবা ফোক ঘরানার গানই বেশি গেয়েছেন। তার কণ্ঠে লালনগীতিই বেশি শোভা পায়। সেই ভাবনা মাথায় রেখে গীতিকার জামাল হোসেন বিউটির কণ্ঠে ‘সাঁইজি আমায় বলে দেরে’ নামের একটি গান তুলে দিলেন। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন মুহিন খান। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। মিউজিক ভিডিওর শুটিং শিগগিরই সম্পন্ন হবে বলে জানান বিউটি। গানের কথা হচ্ছে এমন ‘ওরে পাগল হয়ে খুঁজি যারে দেয় না ধরা সে আমারে, কোথায় গেলে পাব তারে সাঁইজি আমায় বলে দেরে’। গানটি প্রসঙ্গে বিউটি বলেন, ‘শ্রদ্ধেয় ফকির লালন শাহকে নিয়ে জামাল হোসেন ভাই অসাধারণ একটি গান লিখেছেন। লালন শাহকে কেন্দ্র করে বা লালন শাহকে নিয়ে আমাকে কেন্দ্র করে গান এমন করে কেউ এর আগে ভাবেননি। বিষয়টি যে কারণে আমার কাছে অনেক আবেগি মনে হয়েছে। গানটিতে গাইতে গিয়ে আমি ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। জামাল ভাই কেমন করে সাঁইজিকে নিয়ে এমন গান লিখলেন তা আমার বোধগম্য নয়। আর মুহিন অসাধারণ সুর করেছে। আমি গানটি গেয়ে অনেক অনেক আনন্দিত, উচ্ছ্বসিত। আমার বিশ^াস গানটি প্রকাশিত হলে সবারই ভালো লাগবে।’ ‘সাঁইজি আমায় বলে দেরে’ গানটি শিগগিরই মিউজিক ভিডিও শেষে রঙ্গন মিউজিক-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

এদিকে এরইমধ্যে সারোয়ার আলমের সুরে ও সাইফুল্লাহ রুমীর কথায় আরো দুটি ফোক গান গেয়েছেন বিউটি। এই গান দুটিরও মিউজিক ভিডিওর শুটিং বাকি আছে। এদিকে গেল ঈদে বিউটিকে কোনো চ্যানেল বা অনুষ্ঠানে গান গাইতে দেখা যায়নি। অবশ্য এর কারণও আছে। বিউটি জানান, তিনি তার একমাত্র ছেলে রায়াতকে নিয়ে যশোরে চালিতা বাড়িতে ছিলেন বিশ দিনের মতো। গ্রামে ঘুরে বেড়াতে রায়াতের ভীষণ ভালোলাগে। তাই তার ভালোলাগাকে প্রাধান্য দিয়েই বিউটি ঈদে ২০ দিন সময় কাটিয়েছেন তার শ^শুরবাড়িতে। গেল শনিবার জামালপুরের সরিষাবাড়িতে একটি স্টেজ শো’তে অংশ নেন বিউটি। আগামী ১৮ সেপ্টেম্বর আরটিভির ফোক স্টেশনে’র রেকর্ডিংয়ে অংশ নেবেন তিনি। ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামে এবং ২৪ সেপ্টেম্বর সাভারে স্টেজ শোতে অংশ নিবেন। আজ গাজীপুরে কাশিমপুর কারাগারে শো’তে অংশ নিবেন তিনি। এছাড়া যেহেতু ঈদে তিনি ছিলেন না ঢাকায়, তাই। আগামী বেশ কয়েকদিন বিউটি নাগরিক টিভি, এশিয়ান টিভি, দেশ টিভি’সহ আরো বেশ কয়েকটি টিভি চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। বিউটির পরিকল্পনা আছে রাধা রমন, বাউল শাহ আব্দুল করিম ও উকিল মুন্সীর গান নিয়ে আলাদাভাবে অ্যালবাম প্রকাশের।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement