২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

অপেক্ষাটা সিনেমারহ

-

কিছু দিন আগে উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী শান্তা জাহান ঘোষণা দিয়েছিলেন, সিনেমায় কাজ করতে আগ্রহী তিনি। তার এই আগ্রহের কথা সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর বেশ কয়েকজন চলচ্চিত্র পরিচালক তার সাথে যোগাযোগ করেছেন। অনেকেই তৈরি স্ক্রিপ্ট নিয়ে, আবার অনেকেই গল্প ভাবনা নিয়ে তার সাথে যোগাযোগ করেছেন। কিন্তু যেহেতু শান্তা জাহান একটি সিনেমাতেই অভিনয় করার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন, তাই নিজের মনের মতো গল্পে এবং চরিত্রে অভিনয় করতে চাচ্ছেন তিনি। বেশ কয়েকজন চলচ্চিত্র পরিচালক তার সাথে সিনেমা নিয়ে কথা বললেও কারো গল্পই তার মন ছুঁঁয়ে যেতে পারেনি। আর তাই এখনো সিনেমায় কাজ করার কথা চূড়ান্তভাবে কিছুই জানাতে পারছেন না শান্তা জাহান। তবে শান্তা জানান, সিনেমায় কাজ করার প্রবল আগ্রহ জন্মেছে তার মনের ভেতর। শান্তা জাহান বলেন, ‘মানিসকভাবে আমি সিনেমায় কাজ করার জন্য প্রস্তুত এখন। নিশ্চয়ই ভালো গল্প এবং ভালো একটি চরিত্র আগে জরুরি। অবশ্য সে ক্ষেত্রে পরিচালকও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব কিছুই আসলে ব্যাটেবলে মিলে গেলে সিনেমাতে অভিনয় করব। আবার এমনো হতে পারে, ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি; একটি ভালো গল্পের সিনেমায় অভিনয় করার জন্য। কিন্তু অপেক্ষার সেই প্রহর অনেক পেরিয়ে আমার কাছে যদি প্রস্তাব আসে, তখন আবার কী হয় সেটাও একটা ভাবনার বিষয়। তবে আমি একটি ভালো গল্পের সিনেমায় কাজ করতেই চাই। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’ শান্তা জাহান এখন পর্যন্ত ৩০টির বেশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি রেজার ঈদে ফেরদৌস হাসান প্রিন্সের নির্দেশনায় একটি টিভির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এতে তার সহশিল্পী ছিলেন ওমর মালিক। শান্তা প্রথম বিজ্ঞাপনে মডেল হন বিএসআরএমের। গত এপ্রিল মাসে শান্তা প্রথমবারের মতো উপস্থাপনার জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন। একটি সংগঠনের উদ্যোগে বাংলাদেশী প্রতিবন্ধীদের জন্য একটি ফান্ড রাইজিং অনুষ্ঠানের উপস্থাপনা করতেই গিয়েছিলেন তিনি। অবশ্য শান্তা নিজেও বিগত পাঁচ বছরেরও বেশি সময় ধরে সমাজের অসহায়, এতিম, প্রতিবন্ধী শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের জন্য বাসস্থান, খাবার ও শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে নেপথ্যে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। অভিনয়ে শান্তা জাহানকে প্রথম দেখা যায় মাবরুর রশীদ বান্নাহর ‘নাইন অ্যান্ড হাফ’ নাটকে।
ছবি : মোহসীন আহমেদ কাওছার

 


আরো সংবাদ



premium cement