২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নতুন তিন মৌলিক গান নিয়ে দিঠি আনোয়ার

-

উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি ও চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, পরিবেশক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ার গানের পাশাপাশি বর্তমানে উপস্থাপনাতেও বেশ ব্যস্ত সময় পার করছেন। বিশেষত গত ঈদকে কেন্দ্র করে তিনি উপস্থাপনাতেও বেশ ব্যস্ত সময় পার করেছেন। দেশ টিভিতে টানা ছয় দিন ‘সুর আর গান’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। পাশাপাশি নিউজি টোয়েন্টিফোর চ্যানেলে একটি সরাসরি অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন টানা তিন দিন। আবার এসএটিভিতে একটি অনুষ্ঠানে গান গেয়েছেন তিনি। সব মিলিয়ে ঈদের আগে আমেরিকা থেকে দেশে ফিরেই ঈদকেন্দ্রিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দিঠি আনোয়ার। আবার গতকাল এবং আজ দিঠির উপস্থাপনাতেই আরটিভির বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘এই রাত তোমার’ অনুষ্ঠানের বেশ কয়েকটি পর্বের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন করছেন। বেশ কয়েক বছর ধরে দিঠি আনোয়ার এই অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করে আসছেন। পাশাপাশি চ্যানেল আইতে প্রচারিত জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান ‘পালকি’রও নিয়মিত উপস্থাপনা দিঠি আনোয়ারই করছেন। উপস্থাপনা প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘সত্যি বলতে কী, গানের অনুষ্ঠানগুলোর উপস্থাপনার দায়িত্ব যারা গান গাওয়ার পাশাপাশি উপস্থাপনা করতে পারেন তাদের দিয়ে করালে একটু বেশিই ভালো হয়। কারণ তাতে সঙ্গীতশিল্পীদের সাথে উপস্থাপকের কথা বলার পরিবেশটা একটু অন্যরকম হয়, নিজেদের মধ্যে স্বাচ্ছন্দ্যবোধটাও বেশি থাকে। তা ছাড়া গান সম্পর্কে একে অন্যের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি অনেক তথ্যও জানা যায়; যা একজন সঙ্গীতশিল্পীর আগামী দিনের পথচলাকে সমৃদ্ধ করে। আমি গানের পাশাপাশি উপস্থাপনা করে বাংলাদেশের সঙ্গীত দুনিয়া সম্পর্কে অনেক কিছুই জেনেছি যা শুধু একজন সঙ্গীতশিল্পী হয়ে আমার জানার কোনো উপায় ছিল না।’ এ দিকে দিঠি আনোয়ার তারই বাবার লেখা ‘দেবদাস’ গানটির কাজ শেষ করেছেন। ‘দেবদাস’ গানটির সুর করেছেন আহমেদ কিসলু। অন্য দিকে ইউসুফ আহমেদ খান ও অপুর সাথে আরো দু’টি দ্বৈত গানের কাজ শেষ করেছেন দিঠি আনোয়ার। ইউসুফের সাথে ‘হাত বাড়ালেই যদি’ গানটি লিখেছেন এবং সুর করেছেন সাখাওয়াত হোসেন মারুফ ও অপুর সাথে ‘মধুর ক্যান্টিন’ গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর সঙ্গীত করেছেন অপু। দিঠি জানান, চলতি বছরের শেষপ্রান্তেই গানগুলো মিউজিক ভিডিও আকারে ইউটিউবে প্রকাশিত হবে। দীর্ঘ দিনের পথচলায় দিঠি আনোয়ার একবারই একক সঙ্গীতানুষ্ঠান করেছিলেন। ২০১৭ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত সেই একক সন্ধ্যার উদ্বোধন করেছিলেন তৎকালীন ঢাকা বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আ আ ম স আরিফিন সিদ্দিকী এবং প্রধান অতিথি ছিলেন তৎকালীন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
ছবি : গোলাম সাব্বির


আরো সংবাদ



premium cement
ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার সিংড়ায় প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ আ’লীগের চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

সকল