২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

গানের বিন্দুর ঈদ আনন্দ

-

বিন্দু কণা এই সময়ের জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। সঙ্গীতশিল্পীদের ঈদ সবসময়ই একটু ব্যতিক্রম হয়ে থাকে বিশেষত যারা বছরজুড়ে স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। বিন্দু কণা বছরজুড়েই দেশ-বিদেশে স্টেজ শো নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন। তাই বিশেষ বিশেষ দিবসগুলোতে তাকে বিভিন্ন চ্যানেলেও দেখা যায়। গত কোরবানির ঈদেও বিন্দু কণাকে বেশ ব্যস্ত থাকতে হয়েছে। কারণ চারটি স্যাটেলাইট চ্যানেলে তাকে লাইভ শোতে অংশ নিতে হয়েছে। আরটিভি, বৈশাখী টিভি, বাংলা টিভি ও বাংলা ভিশনের সরাসরি অনুষ্ঠানে তাকে সঙ্গীত পরিবেশন করতে হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানগুলোতে দেশে-বিদেশের ভক্ত দর্শকের সাথে সরাসরি কথাও বলতে হয়েছে, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে হয়েছে। তাই এবারের ঈদ বিন্দু কণার ছিল বেশ আনন্দের। বলা যায়, অনেকটাই গানে গানে সুরে সুরেই কাটিয়েছেন তিনি এবারের ঈদ। ১৩ আগস্ট বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয় আনজাম মাসুদের বিশেষ ঈদ আয়োজন ‘পরিবর্তন’। পরিবর্তন’ অনুষ্ঠানে জাহিদ আকবরের কথায় ও সুজন আরিফের সুর সঙ্গীতে ‘উড়তে থাকো পাখির ডানায়’ গানটি গেয়েছেন তিনি। গানটিতে তার সাথে আরো গেয়েছেন কিশোর ও কর্ণিয়া। ঈদের ব্যস্ততার পরপরই তিনি চলে যান শ^শুরবাড়ি নীলফামারিতে। সেখানেই তিনি স্বামী ও সন্তানের সাথে ঈদ উদযাপন করছেন। বিন্দু কণা জানান, আজ তিনি ঢাকায় ফিরবেন। সঙ্গীতে নিজের বর্তমান অবস্থান ও ব্যস্ততা প্রসঙ্গে বিন্দু কণা বলেন, ‘আমার বর্তমান সঙ্গীত জীবন নিয়ে আমি ভীষণ খুশি। সত্যি বলতে কী গান শেখার যেমন শেষ নেই ঠিক তেমনি ভালো ভালো গান করার আকাক্সক্ষাও হয়তো একজন শিল্পীর আমৃত্যু থেকে যায়। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া করি যে, তিনি আমাকে গান গাওয়ার তৌফিক দিয়েছেন। আমি নিজেকে গানে আরো চর্চায় রেখে এগিয়ে যেতে চাই। চাই সবার সহযোগিতা। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে আমি কিছু ভালো গান রেখে যেতে চাই।’ বিন্দু কণার নিজস্ব ইউটিউব চ্যানেল অর্ণি রেকর্ডস এখন পর্যন্ত যেসব গান প্রকাশিত হয়েছে সেগুলো হচ্ছেÑ ‘মনের সুখে’, ‘পোষা পাখি’, ‘এত কাছে এসেছি’। ‘মনের সুখে’ লিখেছেন এবং সুর করেছেন সৈয়দ দুলাল, সঙ্গীতায়োজন করেছেন ইবরার টিপু। ‘পোষা পাখি’ লিখেছেন মোবাশে^ ও সুর সঙ্গীত করেছেন ইবরার টিপু। ‘এত কাছে এসেছি’ লিখেছেন রবিউল ইসলাম জীবন।


আরো সংবাদ



premium cement