২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিপাশার গল্পে তৌকীরের নির্দেশনায় মম

-

অভিনয় জীবনের শুরুতেই একজন অনবদ্য অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বীকৃতিটা পেয়েছিলেন জাকিয়া বারী মম তৌকীর আহমেদ নির্দেশিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমাতে অভিনয় করে। যে কারণে মম তার অভিনয় জীবনের আজকের সফলতার কথা টানতে গেলে অন্যান্য অনেকের সম্পৃক্ততার কথা বলার পাশাপাশি তৌকীর আহমেদের প্রতি সবসময়ই মম শ্রদ্ধা আর ভালোবাসা প্রদর্শন করেন। যদিওবা মমের ভাষ্যমতে অভিনয় বিষয়টি সত্যিকার অর্থে কী তা মন থেকে উপলব্ধি করার অনেক আগেই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এই সময়ে এসে অভিনয় সম্পর্কে তার সম্যক ধারণা হয়েছে, চরিত্রের গভীরে প্রবেশ করে অভিনয় নিয়ে নিজের মতো খেলতে পারার চেষ্টা করেন। এই সময়ে একটি স্বীকৃতি পেলে তার উপলব্ধিটা হতো অন্যরকম। কিন্তু তারপরও তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ তার অভিনয় জীবনের মাইলফলক। তৌকীর আহমেদের পরিচালনায় আগামী ঈদের জন্য মম ‘স্বর্ণলতা’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন গুণী অভিনেত্রী, নাট্যকার বিপাশা হায়াত। নাটকটি প্রযোজনা করেছেন আলফা আই প্রোডাকশনের কর্ণধার শাহরিয়ার শাকিল। এরই মধ্যে রাজধানীর অদূরে রাজেন্দ্রপুরে ‘স্বর্ণলতা’র শুটিং শেষ হয়েছে। এতে মম অভিনয় করেছেন তৌকীর আহমেদের বিপরীতে। ‘স্বর্ণলতা’য় কাজ করা প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমার জাতীয়ভাবে স্বীকৃতি তৌকীর ভাইয়ের সিনেমাতেই কাজ করে। তাই তার প্রতি সবসময়ই আমার অন্যরকম শ্রদ্ধা, ভালোবাসা। তৌকীর ভাই একাধারে একজন গুণী অভিনেতা, নাট্যনির্দেশক এবং একজন মেধাবী চলচ্চিত্র পরিচালক। যদিওবা দারুচিনি দ্বীপের পর তার নির্দেশনায় সিনেমাতে কাজ করার আর সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু যে একটি সিনেমাতে অভিনয় করেছি, সেটাই আমার কাছে মাইলফলক। তার নির্দেশনায় স্বর্ণলতাতে কাজ করতে গিয়ে সেই এক যুগ আগের কতো স্মৃতি মনে পড়ে যায়। অবশ্য আমরাও শুটিংয়ের ফাঁকে ফাঁকে সেসব কথা মনে করেছি। বিপাশা আপাও আমার ভীষণ শ্রদ্ধার এবং প্রিয় একজন অভিনেত্রী। তাকে এখন অভিনয়ে ভীষণ মিসকরি। তার লেখা সবসময়ই অসাধারণ। আমি সবসময়ই তার রচিত গল্পে কাজ করার ইচ্ছে রাখি। সত্যি বলতে কী, নিজের অভিনয় নিয়ে খেলার সুযোগ থাকে এমন গুণী নাট্যকারের লেখা গল্পে। স্বর্ণলতা দর্শকের ভীষণ ভালোলাগবে আশা করছি।’ জাকিয়া বারী মম জানান, আগামী কোরবানির ঈদে নাটকটি আরটিভিতে প্রচার হবে। মম বর্তমানে ভিন্ন ধরনের চরিত্রগুলোতে অভিনয় করার চেষ্টা করছেন। একজন জাত অভিনেত্রী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা তার। এরই মধ্যে সুমন আনোয়ারের রচনা ও নির্দেশনায় মম ‘নীলমায়া’ নাটকের কাজ শেষ করেছেন। এই নাটকটি নিয়েও তিনি দারুণ আশাবাদী।

 


আরো সংবাদ



premium cement
এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য

সকল