২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভারতে বিশেষ সম্মাননায় ভূষিত ফরিদুর রেজা সাগর

-

শিশুসাহিত্য ও বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ভারতের ‘হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উৎসব’-এ কর্তৃপক্ষ বিশেষ সম্মাননায় ভূষিত করেছেন শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে। গত ১৮ জুলাই হায়দরাবাদে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয় এ উৎসব, শেষ হয় ২১ জুলাই। ১৯ জুলাই বিকেলে হায়দরাবাদের বানজারাক হিলের প্রসাদ ল্যাব থিয়েটারে ফরিদুর রেজা সাগরসহ তিনজনকে এ সম্মাননা দেয়া হয়। অন্য দুইজন ভারতের কিংবদন্তি নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত এবং দক্ষিণী সুপারস্টার নাগার্জুন। হীরালাল সেনের হাত ধরে বাংলা চলচ্চিত্রের যাত্রা শুরু হয় ১৯১৯ সালে। ‘হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উৎসব’-এর পরিচালক পার্থ প্রতিম মল্লিক জানান, বাংলা চলচ্চিত্রের ১০০ বছরপূর্তি উপলক্ষে এ বছর ১৩টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে সুব্রত সেনের ‘মানব মানবী’ এবং ইন্দ্রনীল ঘোষের ‘শিরোনাম’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং বাকি ১১টি ছবির হায়দরাবাদ প্রিমিয়ার হয়। বাংলা চলচ্চিত্রের ১০০ বছরপূর্তিতে এ উৎসবে দেখানো হয় সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা, গৌতম ঘোষ ও ঋতুপর্ণা ঘোষের ছবি। উৎসব কমিটি মনে করেন, চলচ্চিত্রের মাধ্যমে সংস্কৃতির আদান-প্রদানই প্রধান লক্ষ্য। বাংলা চলচ্চিত্রকে প্রাধান্য দিলেও এ বছর তেলেগু, কাশ্মিরি ও উর্দু এবং হিন্দি ভাষার চলচ্চিত্র সংশ্লিষ্টরাও আমন্ত্রিত ছিলেন। এ উৎসবে অংশ নিয়েছিল ইমপ্রেস টেলিফিল্মের ছবি এবং বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। উৎসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা কণা রেজা, শহীদুল আলম সাচ্চু, মুশফিকুর রহমান গুলজার, আবু শাহেদ ইমন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল