২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফেরদৌস হাসানের পরিচালনায় বালিশ বিলাসে শিমু-ইমন

-

গত রোজার ঈদে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য দর্শকের কাছ থেকে যেমন সাড়া পেয়েছিলেন ঠিক তেমনি ইমন তার চরিত্রে অভিনয়ের জন্য বেশ প্রশংসিতও হয়েছিলেন। ভালো ভালো গল্পের ভালো ভালো চরিত্রে অভিনয় করাই ইমনের লক্ষ্য। তবে বিশেষ বিশেষ দিবসে ইমন টিভি নাটক ও টেলিফিল্মেও অভিনয় করেন। আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের জন্য ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় ‘বালিশ বিলাস’ নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার প্রিয় মুখ, গুণী অভিনেত্রী সুমাইয়া শিমু ও চিত্রনায়ক ইমন। শিমু ও ইমন জানান, বালিশ বিলাস নাটকটি রোমান্টিক, পারিবারিক, সামাজিক গল্পের। এরই মধ্যে রাজধানীর উত্তরায় বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে বলে জানান ইমন। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত দুই অভিনয় শিল্পী দিলারা জামান, আবুল হায়াতসহ ¯িœগ্ধা শ্রাবণ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন,‘ ফেরদৌস হাসান রানা ভাইয়ের নির্দেশনায় আমি আমার অভিনয় জীবনের শুরু থেকে এখন পর্যন্ত অনেক নাটকে কাজ করেছি। তার লেখা আমি ভীষণ পছন্দ করি। বিশেষ করে তার লেখা সংলাপ এক কথায় অনন্য অসাধারণ। তার নাটকের একেকটি দৃশ্যই যেন একেকটি গল্প। সবচেয়ে বড় কথা তার নাটকের গল্প, সংলাপের সাথে দর্শক নিজেকে সম্পৃক্ত করতে পারেন, নিজেকে নিয়ে ভাবতে পারেন। এটা অনেক বড় সফলতা।’ ইমন বলেন, ‘ফেরদৌস হাসান ভাইয়ের নির্দেশনায় এর আগেও শিমুর সাথে নাটকে অভিনয় করেছি। তবে আগের নাটকগুলোর গল্প বেশ সিরিয়াস ছিল। এবারের নাটকের গল্প রোমান্টিক ও পারিবারিক ঘরানার। যেহেতু আগে তিন-চারটি নাটকে কাজ করেছি শিমুর সাথে। এ কারণে তার সাথে কাজের বোঝাপড়াটা বেশ ভালো আমার। দু’জনই বেশ স্বাচ্ছন্দ্যতা নিয়েই কাজ করি। আর ফেরদৌস হাসান ভাই এ দেশের প্রখ্যাত একজন নাট্যকার এবং পরিচালক। তার নাটকে কাজ করার জন্য শিল্পীরা সবসময়ই আগ্রহ প্রকাশ করেন। তিনি অনেক যতœ নিয়ে নির্মাণ করেন। সবচেয়ে বড় কথা তার নির্দেশনায় কাজ করতে হলে স্ক্রিপ্ট বেশ ভালোভাবে পড়ে তারপর কাজ করতে হয়। একজন শিল্পী এমন নির্মাতার নির্দেশনায় কাজ করতে পারার মধ্য দিয়ে নিজেকে অভিনয়ে আরো সমৃদ্ধ করতে পারে।’ এ দিকে আগামী ২৪ জুলাই ইমন আমেরিকা যাবেন। সেখানে একটি স্টেটের মেয়র কর্তৃক সম্মাননা গ্রহণ করবেন বলে জানান তিনি। এর আগে এই সম্মাননায় ভূষিত হয়েছিলেন এস আই টুটুল, মৌসুমী বড়–য়া, আরিফিন শুভসহ আরো বেশ ক’জন তারকা। আগামী ঈদের জন্য আমেরিকা যাওয়ার আগে তিনি হিরোর নির্দেশনায় আনিকা কবির শখের বিপরীতেও একটি নাটকে অভিনয় করবেন। সুমাইয়া শিমুকে এবারের ঈদে কয়েকটি নাটকে অভিনয়ে দেখা যাবে। ফেরদৌস হাসানের নির্দেশনায় শিমু ও ইমন ‘লাল পলাশের ফুল’, ‘স্বরে-অ’, ‘সেলফি’ নাটকে অভিনয় করেছিলেন।

 


আরো সংবাদ



premium cement
নাটোরে স্কুলছাত্রকে ডেকে নিয়ে হত্যা, আটক ৪ মেহেদির রঙ শুকানোর আগেই দুর্ঘটনায় তরুণ নিহত ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর কালিয়াকৈরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী বাবা-ছেলে আহত কাপাসিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ রাশিয়ার ২৬টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের উত্তর কোরিয়ার সাথে আলোচনার ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র মাগুরায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু মিয়ানমারে সামরিক বাহিনী ‘অস্থায়ীভাবে’ ক্ষমতায় রয়েছে : জান্তা প্রধান গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলচালক নিহত উত্তরপ্রদেশে কারাগারে মুসলিম রাজনীতিবিদের মৃত্যু : ছেলের অভিযোগ বিষপ্রয়োগের

সকল