২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

‘নদ্দিউ নতিম’ নাট্যপ্রদর্শনীর মধ্য দিয়ে শিল্পকলায় হুমায়ূন আহমেদকে স্মরণ

-

আগামী ১৯ জুলাই কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকীকে স্মরণ করতে ম্যাড থেটার আয়োজন করল তারই কালজয়ী উপন্যাস ‘কে কথা কয়’ থেকে নির্মিত নাটক ‘নদ্দিউ নতিম’ এর বিশেষ প্রদর্শনী। গত ১৩ জুলাই শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে হুমায়ূন স্মরণে বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র মিশিগানে গ্রান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আজফার হোসেন। প্রদর্শনী শেষে আজফার বলেন, আমাদের বুর্জোয়া মিডল ক্লাস লেখকদের একটা প্রবণতা হলোÑ হুমায়ূন আহমেদকে ছোট করে দেখা। কিন্তু বাস্তবে হুমায়ূন আহমেদ আন্তর্জাতিক মাপের লেখক, তার লেখনীতে যেভাবে যাপিত জীবনের কথা ভিন্ন দৃষ্টিকোণ থেকে উঠে আসে তা প্রশংসনীয় এবং আনন্দোদ্দীপক। ‘কে কথা কয়’ তেমন একটি ভিন্নমাত্রার উপন্যাস যেটিরই নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’। ১৩ জুলাই সন্ধ্যায় প্রদর্শিত ম্যাড থেটারের নাটকটি হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি উৎসর্গীত হয়। উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর শিল্পকলায় হুমায়ূন আহমেদকে ম্যাড থেটার এককভাবে স্মরণ করে আসছে। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘কে কথা কয়’ এর নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম, সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসঙ্গীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে রাশেদ হাসান ও আবহসঙ্গীত নিয়ন্ত্রণ করেছেন আদর হোসেন।


আরো সংবাদ



premium cement