২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

তবুও উচ্ছ্বসিত রোজি সেলিম

-

গেল ২১ জুন ‘অভিনয় শিল্পী সঙ্ঘ’র নির্বাচনে সভাপতি এবারই প্রথম নির্বাচিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তবে নির্বাচনের দিন দুপুরে সেলিমের স্ত্রী রোজি সেলিমের হাত ব্যাগটি নির্বাচন চলাকালীন চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়া হাত ব্যাগ অনেকটা সময় খোঁজাখুঁজির পর পাওয়া না গেলেও সেলিমের জন্য ভোটারদের কাছে ভোট চাইতে আবারো মনোযোগী হয়ে ওঠেন। পরে ভোটগ্রহণ শেষে যখন জানা যায়, সভাপতি পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তারই স্বামী-সহশিল্পী শহীদুজ্জামান সেলিম তখন যেন ব্যাগ হারানোর কষ্ট ভুলে যান। কারণ শিল্পীদের জন্যই সেলিমের জয়লাভটা ভীষণ জরুরি হয়ে পড়েছিল। তাই স্বামীর এমন সাফল্যে এখন বেশ উচ্ছ্বসিত রোজি সেলিম। রোজি সেলিম বলেন, ‘আমি কৃতজ্ঞ সব শিল্পীর কাছে, ভোটারদের কাছে, কারণ তারা একজন যোগ্য শিল্পীকে, যোগ্য মানুষকে সভাপতি হিসেবে রায় দিয়ে নির্বাচিত করেছেন। আমি জানি সেলিমের সব ধ্যান-জ্ঞান এ শিল্পকে ঘিরেই। তাই সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে সেলিম শিল্পীদের জন্যই কাজ করবেÑ এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমার বিশ^াস, সেলিম তার মেধা-বুদ্ধি দিয়ে এ শিল্পকে উন্নত থেকে উন্নততর করবে। সেলিম শিল্পীদের বেদনা-কষ্ট-চাহিদা বোঝে। বোঝে বলেই শিল্পীরা তাকে নির্বাচিত করেছেন তাদের পাশে থাকার জন্য। সেলিম শতভাগ শিল্পীদের পাশে থাকবেন। শিল্পীদের জীবনের উন্নয়নের জন্যই তিনি সার্বিকভাবে কাজ করে যাবেন। তার সহশিল্পী হিসেবে আমি আনন্দিত, গর্বিত। আর একজন স্ত্রী হিসেবেও আমি ভীষণ পুলকিত। এখন সংসারে পুরোটা সময় আমাকেই দিতে হবে। সেলিম তার অভিনয় শিল্পী সঙ্ঘ নিয়েই বেশি ব্যস্ত থাকবে। নির্বাচিত সব শিল্পীর প্রতি আমার অভিনন্দন। সর্বোপরি আমাদের খ্বু সুন্দর একটি নির্বাচিত টিম হয়েছে, যাতে আমরা সব অরাজকতাকে দূরে ঠেলে একটি সমৃদ্ধ অভিনয় শিল্পী সঙ্ঘে পরিণত হতে পারি। অভিনয় ‘শিল্পী সঙ্ঘ’র নির্বাচনের দিন শিল্পকলা একাডেমির যেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানকার দুটি সিসি ক্যামেরাই নষ্ট ছিল বলে জানান রোজি সেলিম। এমন গুরুত্বপূর্ণ একটি দিনে সিসি ক্যামেরা নষ্ট থাকায় গভীর দুঃখ প্রকাশ করেছেন রোজি সেলিম। সিসি ক্যামেরা থাকলে হয়তো তার হারিয়ে যাওয়া হাত ব্যাগটি খুঁজে পেতে কষ্ট হতো না। রোজিকে তার সর্বশেষ জন্মদিনে সেলিম হাত ব্যাগটি উপহার দিয়েছিলেন। ব্যাগে দুটো দামি মোবাইল, পাঁচ হাজার টাকা, ব্যাংকের কার্ডসহ আরো অনেক সরঞ্জাম ছিল। এ ব্যাপারে রমনা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ দিকে, শহীদুজ্জামান সেলিম ও রোজি সেলিম অভিনীত মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকটি নিয়মিত এনটিভিতে প্রচার হচ্ছে।
ছবি : আলিফ হোসেন রিফাত


আরো সংবাদ



premium cement
মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২ কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু চুয়েট শিক্ষার্থীদের সড়কে অবস্থান অব্যাহত, ঘাতক বাসচালক গ্রেফতার তামাক পণ্যে সুনির্দিষ্ট করারোপের দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে ২৫ সংসদ সদস্যের চিঠি প্রাণিসম্পদ প্রদর্শনীতে মহিষের আক্রমণে বাবা-ছেলেসহ আহত ৪ গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে সরকার : মির্জা ফখরুল মিরসরাইয়ে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার কবর থেকে লাশ উত্তোলন

সকল