২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অভিনয়ে ফিরছেন তমালিকা

-

প্রায় এক বছর ধরে নিজের জীবনে কিছুটা পরিবর্তন আনার জন্য সুদূর আমেরিকাতেই ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দাপুটে অভিনেত্রী তমালিকা কর্মকার। তবে গেল ঈদের আগেই তিনি একেবারেই দেশে চলে এসেছেন। সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে দেশেই নিয়মিত থাকবেন, অভিনয়েও আগের মতো নিয়মিত হবেন তিনি। প্রায় এক বছর আগে নিজের নাট্যদল ‘আরণ্যক’র দর্শকপ্রিয় মঞ্চ নাটক ‘রাঢ়াং’এ অভিনয়ের মধ্য দিয়েই অভিনয়ে ফিরছেন তমালিকা। বিষয়টি গতকাল সকালে মুঠোফোনে নিশ্চিত করেছেন তিনি। আগামীকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে নাটকটির ১৮৪তম মঞ্চায়ন হবে। তমালিকার ভাষ্যমতে, তিনি এখন পর্যন্ত এ নাটকের মঞ্চায়নের তিনটি শোতে থাকতে পারেননি। যথারীতি তিনি আগামীকাল ১৮৪তম মঞ্চায়নে দর্শকের সামনে শ্যামলীরূপে উপস্থিত হবেন। প্রায় একবছর আগে ‘রাঢ়াং’র জন্যই মঞ্চে উঠেছিলেন তমালিকা। আবার মঞ্চে উঠা প্রসঙ্গে তমালিকা বলেন, সত্যি বলতে কী প্রায় এক বছর পর মঞ্চে উঠতে গিয়ে আমি কিছুটা ভয়েই আছি। তবে নিজের ভেতর ভালো লাগাও কাজ করছে। নিজের দল আরণ্যক। রাঢ়াং ২০০৪ সাল থেকে নিয়মিত মঞ্চস্থ হয়ে আসছে। আমিও ছিলাম শুরু থেকেই। আজীবন থাকব। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে আজকের শোটি উপভোগ করার জন্য। তমালিকা কৃতজ্ঞতা প্রকাশ করেন তার নাট্যগুরু মামুনুর রশীদের কাছে। তমালিকা বলেন, শ্রদ্ধেয় মামুনুর রশীদ আমার নাট্যগুরু। তার হাত ধরেই আমার একটু একটু করে অভিনয়ের দুনিয়ায় পথচলা। আমি আমার শেষ নিঃশ^াস পর্যন্ত অভিনয়ই করে যেতে চাই। আমি জানি আমার গুরু আমাকে সবসময়ই তার আশীর্বাদের ছায়াতলেই রাখেন। ‘রাঢ়াং’ রচনা ও নির্দেশনায় আছেন মামুনুর রশীদ। এ দিকে আগামী ঈদের জন্যও নাটক টেলিফিল্মে অভিনয় করবেন তমালিকা। তবে আপাতত তার ভাবনাজুড়ে শুধুই ‘রাঢ়াং’। অভিনয় জীবনে তমালিকার পথচলা দীর্ঘ ২৭ বছর ধরে। তার অভিনীত প্রথম সিনেমা ছিল শেখ নিয়ামত আলীর ‘অন্য জীবন’। আবু সাইয়ীদের ‘কীত্তণখোলা’ সিনেমাতে অভিনয় করে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’ তার অভিনীত উল্লেখযোগ্য একটি চলচ্চিত্র। এতে তিনি আলীরাজের বিপরীতে অভিনয় করেছিলেন। সালমান শাহের সাথে তার অভিনীত এটিই একমাত্র চলচ্চিত্র। টিভিতে তার অভিনীত সর্বশেষ নাটক ছিল সালাহ উদ্দিন লাভলুর ‘ফেসবুকে বিবাহ’, চয়নিকা চৌধুরীর ‘দুপুর বেলার গল্প ছোট’, অনিমেষ আইচের ‘গুলনেহার’। তার অভিনীত সর্বশেষ আলোচিত ধারাবাহিক নাটক মাতিয়া বানু শুকুর ‘আগুন আল্পনা’।

 


আরো সংবাদ



premium cement
গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত

সকল