২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

আবার একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাখি-অপূর্ব

-

কিছুদিন আগের কথা, এ টি এম শামসুজ্জামানের সাথে এস এ হক অলিক পরিচালিত ‘জায়গীর মাস্টার’ ধারাবাহিক নাটকের শুটিং করছিলেন এই সময়ের অন্যতম অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শুটিংয়ের ফাঁকে ফাঁকে একুশে পদকপ্রাপ্ত গুণী এই অভিনেতার সাথে নানা ধরনের গল্পে মেতে উঠতেন অপূর্ব। অপূর্ব এ টি এম শামসুজ্জামানের বলা সেসব গল্প বেশ মনোযোগ দিয়েই শুনতেন। বলা যায় নীরব থেকেই অপূর্ব সেসব গল্প শুনতেন। কারণ অপূর্ব মনে করতেন, এমন একজন কিংবদন্তি অভিনেতার সঙ্গে কাটানো সময়টা যেমন মহামূল্যবান ঠিক তেমনি তার মুখে বলা গল্পগুলোও অনেক গুরুত্বপূর্ণ। আগামী দিনের চলার পথে তার অনেক কাজে লাগতে পারে। সেই ভাবনা থেকে গল্প বেশ আগ্রহ নিয়েই শুনতেন। এরইমধ্যে গেল এপ্রিলে এ টি এম শামসুজ্জামান ভীষণ অসুস্থ হয়ে পড়েন। অনেকের মতো স্বাভাবিকভাবেই অপূর্বর মন খারাপ হয়ে যায়। কারণ এ টি এম শামসুজ্জামান শুধুই অপূর্বর একজন সহশিল্পীই নন, তার একজন অভিভাবক হিসেবেও মনে করেন অপূর্ব। যে কারণে অপূর্ব যতটুকু পেরেছেন নিজের ব্যস্ততার ফাঁকে ফাঁকে এ টি এম শামসুজ্জামানের খোঁজ খবর নিয়েছেন। সামনে যেহেতু ঈদ তাই ঈদের ব্যস্ততার জন্য হাসপাতালে যাওয়ার সময় না পেলেও তিনি মন থেকে দোয়া করেছেন। অপূর্বর বিশ^াস ছিল আমাদের সবার মাঝে এ টি এম শামসুজ্জামান সুস্থ হয়ে নিশ্চয়ই ফিরবেন। সবার মনের দোয়া আল্লাহ কবুল করেছেন। তাই এখন এ টি এম শামসুজ্জামান বেশ সুস্থ আছেন। লাইফ সাপোর্ট খুলে দেয়ার পর এ টি এম শামসুজ্জামান বর্তমানে রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালের কেবিনে আছেন। খবরটি শোনার পর অপূর্বর মধ্যেও এক অন্যরকম প্রশান্তি বয়ে যায়। অপূর্ব বলেন, ‘এ টি এম আঙ্কেল আমার অনেক প্রিয় একজন অভিনেতা।


আরো সংবাদ



premium cement